ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

১৬ শ্রাবণ ১৪৩২, ০৫ সফর ১৪৪৭

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২১:৫৭, ৩০ জুলাই ২০২৫ | আপডেট: ২১:৫৯, ৩০ জুলাই ২০২৫

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

ছবি: ঢাকা এক্সপ্রেস

যশোরে ২টি স্বর্ণের বারসহ জাহিদ মন্ডল নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরে যশোর মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকা থেকে এ স্বর্ণের বারসহ তাকে আটক কর হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক জাহিদ মন্ডল রাজবাড়ী জেলার বালিয়াকান্দি এলাকার হান্নান মন্ডলের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, একজন পাচারকারি ঢাকা থেকে স্বর্ণের একটি চালান নিয়ে যশোর-বেনাপোল হয়ে ভারতে পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় বিজিবির একটি টহল দল যশোর মাহমুদ প্রোপেন রিফুয়েলিং স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে জাহিদ মন্ডলকে আটক করে। পরে তার প্যান্টের কোমরে বিশেষ কায়দায় লুকায়িত ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ৪২০ গ্রাম) এবং সিজার মূল্য ৬১,৭৯,০৪২/-(একষট্রি লক্ষ উন আশি হাজার চল্লিশ) টাকা।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত স্বর্ণসহ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আসামীকে যশোর কোতয়ালী মডেল থানায় এবং স্বর্ণ ট্রেজারীতে জমা করা কার্যক্রম চলমান রয়েছে।

ঢাকা এক্সপ্রেস/ইউকে

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন