ঢাকা, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

১১ বৈশাখ ১৪৩২, ২৬ শাওয়াল ১৪৪৬

কালিয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ১৫:০৩, ২১ এপ্রিল ২০২৫

কালিয়ায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে উপস্থিত বিএনপি কর্মীরা । ছবি: ঢাকা এক্সপ্রেস

নড়াইলের কালিয়া উপজেলার জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সালামাবাদ ইউনিয়ন বিএনপির আয়োজনে রোববার (২০ এপ্রিল) বিকেলে এ সভা অনুষ্ঠিত হয়।

সালামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খান খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার সাবেক মেয়র জুলফিকার আলী মন্ডল।

সালামাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার শাহিনুর আলমের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন-কালিয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার আনোয়ার হোসেন।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন-কালিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা ইউসুফ, সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম রবি,  সাংগঠনিক সম্পাদক হায়দার আলম, কালিয়া উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ শাহাদত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিটু, জাসাসের জেলা সাধারণ সম্পাদক স ম ইকরাম রেজা, নড়াইল জেলা কৃষকদলের সাবেক আহবায়ক এম রেজাউল করিম, ইলিয়াসাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ মাহবুবুর রহমান সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ 

আরও পড়ুন