শিরোনাম
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৩:২৩, ২০ মে ২০২৫ | আপডেট: ১৩:৪৬, ২০ মে ২০২৫
শারীরিকভাবে অক্ষম ও অসচ্ছল ১৩ জন প্রতিবন্ধীর হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস
এতে চৌহালীর বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী, পুরুষ ও শিশুসহ ১৩ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে একটি করে হুইলচেয়ার প্রদান করা হয়। প্রত্যাশা করা হচ্ছে, এসব সহায়তা তাদের চলাচলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এবং সমাজে আত্মবিশ্বাসের সঙ্গে টিকে থাকার অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, ‘শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজেরই অংশ। তারা করুণার নয়, সম্মানের সঙ্গেই বাঁচার অধিকার রাখে। যারা সুস্থ, তাদের নৈতিক দায়িত্ব এই মানুষগুলোর পাশে দাঁড়ানো। হুইলচেয়ার শুধু একটি সহায়ক যন্ত্র নয়, এটি একজন প্রতিবন্ধী মানুষের জীবনে আত্মমর্যাদা ফিরে পাওয়ার পথপ্রদর্শকও হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আমাদের সমাজে এখনো অনেক পরিবারে প্রতিবন্ধীদের বোঝা মনে করা হয়, যা অত্যান্ত দুঃখজনক। অথচ, যথাযথ সহায়তা পেলে তারাও সমাজে গর্বে পরিণত হতে পারে। সরকার সেই উদ্দেশেই নিরন্তর কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: মামুনুর রহমান। তিনি বলেন, ‘এই সহায়তা কেবল বস্তুগত নয়, এটি একটি বার্তা—প্রতিবন্ধীরা একা নন। রাষ্ট্র ও সমাজ তাঁদের পাশে আছে, থাকবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং উপকারভোগীদের পরিবারবর্গ।
হুইলচেয়ার পেয়ে অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন। তাদের চোখে মুখে ছিলো স্বস্তির ছাপ, অনেকেই জানান, এতোদিন তারা অন্যের ওপর নির্ভর করতেন, কেউ কেউ ঘর থেকে বের হতেও পারতেন না। এখন তারা নিজের পায়ে জীবনে চলার নতুন উদ্যম অনুভব করছেন।
চৌহালীতে এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। এলাকাবাসীর মতে, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোই প্রকৃত উন্নয়নের পথ এবং এই আয়োজন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।
ঢাকা এক্সপ্রেস/এনএ