কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২১:১৪, ২২ মে ২০২৫ | আপডেট: ০৮:২৫, ২৩ মে ২০২৫
কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সেমিনার। ছবি: ঢাকা এক্সপ্রেস
বৃহস্পতিবার (২২ মে) কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালকের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস পরিচালক মো. মসীহুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বারি কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. হায়দার হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আইউব মাহমুদ, উপপিরচালক (সংস্থাপন ও উন্নয়ন) শাহনাজ রহমান, ব্রাহ্মণবাড়িয়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক ড. মোস্তফা এমরান হোসেন, চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মো. আবু তাহের।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের সহযোগি অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা আঞ্চলিক তথ্য অফিসার মনিরুল হক রোমেল। সেমিনারে কৃষি তথ্য সার্ভিসের সদস্য বাড়ানোতে ভূমিকা রাখায় আট কৃষি কর্মকর্তাকে সম্মাননা প্রদান করা হয়।
এদিকে আঞ্চলিক ভাষার কনটেন্ট তৈরি, কৃষি বিষয়ক গেমস উদ্ভাবন, এআইএসের মাধ্যমে বাজার সংযোগের বার্তা পৌঁছানো, সময়ের তালে তথ্য আপডেট, পোকার আক্রমণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, শিশুদের জন্য কৃষি বিষয়ক অ্যানিমেটেড ভিডিও তৈরির বিষয়ে মতামত প্রদান করেন অংশগ্রহণকারীরা।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ