ঢাকা, শুক্রবার, ২৩ মে ২০২৫

৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না, জানালেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
Scroll
জনগণকে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী
Scroll
জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যেই অনুষ্ঠিত হবে: পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান
Scroll
লন্ডনে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমানের সম্পত্তি জব্দ: ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন
Scroll
শপথ শুধুই ফরমালিটি, ফেসবুক পোস্টে বললেন ইশরাক হোসেন
Scroll
সৌদি আরবের বাসায় বাংলাদেশি দুই ভাইয়ের লাশ, পরিবারের দাবি হত্যা
Scroll
ব্রাহ্মণবাড়িয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি: মরদেহের ওপর হামলার অভিযোগ, নারীসহ আহত নয়

বান্দরবানে আবুল খায়ের টোব্যাকোয় ডাকাতি

আগ্নেয়াস্ত্রসহ মাস্টারমাইন্ড করিম গ্রেপ্তার 

বান্দরবান প্রতিনিধি 

প্রকাশ: ২১:৪০, ২২ মে ২০২৫ | আপডেট: ০৮:২৩, ২৩ মে ২০২৫

আগ্নেয়াস্ত্রসহ মাস্টারমাইন্ড করিম গ্রেপ্তার 

আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিম। ছবি: ঢাকা এক্সপ্রেস 

বান্দরবানের লামা উপজেলায় আবুল খায়ের টোব্যাকোর ডাকাতির ঘটনায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকাসহ ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও লামা থানা পুলিশের ওসি তদন্ত এনামুল হক জানান, বৃহস্পতিবার (২২ মে) সকালে ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিমকে গ্রেপ্তার করা হয়। 

তার দেয়া তথ্যের ভিত্তিতে লামা পৌরসভার ৬ নং ওয়ার্ডের সিলেটি পাড়ায় করিমের বাড়ির পাশে অভিযান চালায় পুলিশ। অভিযানে আগ্নেয়াস্ত্র, ডাকাতির সরঞ্জাম, নগদ টাকা উদ্ধার করা হয়। 
তিনি আরও জানান, আবুল খায়ের টোব্যাকোর ডাকাতির ঘটনার পর ৬ টি পৃথক অভিযানে এই পর্যন্ত মোট ৫১ লাখ ৮৭ হাজার ২০০ টাকা উদ্ধার হয়েছে। 

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম উদ্ধার অভিযান শেষে বিকেলে সাংবাদিকদের জানান, লামা আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেডের টাকা ডাকাতির ঘটনায় বৃহস্পতিবার দিনব্যাপী লামা পৌরসভার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। বিকেল ৫ টায় ডাকাতির ঘটনার মাস্টারমাইন্ড আব্দুল করিমের বাড়ির পাশ থেকে তার দেয়া তথ্যমতে মাটি খুঁড়ে ৩ টি আগ্নেয়াস্ত্র, ১০ রাউন্ড তাজা বুলেট, ধারালো ছুরি, লোহা কাটার কাটার ও নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। 

এই ঘটনায় জড়িত সকল আসামীকে গ্রেপ্তার ও লুন্ঠিত টাকা উদ্ধারে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, গত ৯ মে রাতে বান্দরবানের লামা পৌরসভার লাইন ঝিরি আবুল খায়ের টোব্যাকোর অফিস কক্ষ থেকে অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জন সশস্ত্র ডাকাত এক কোটি বাহাত্তর লক্ষ পঁচাত্তর হাজার ছয়শত আটত্রিশ টাকা ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনার পরে আবুল খায়ের টোব্যাকোর ম্যানেজার (অপারেশন) মো: আব্দুর রব বাদী হয়ে লামা থানায় একটি ডাকাতি মামলা রুজু করেন। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন