ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫

৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
সালমান রুশদির ওপর হামলাকারী তরুণকে ২৫ বছরের কারাদণ্ড
Scroll
ক্ষুদ্রঋণের মডেল অনুসরণে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড
Scroll
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
Scroll
রাজধানী আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫
Scroll
অভ্যুত্থানের নয় মাস গেলেও বড় পরিবর্তন সহজ হচ্ছে না: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
Scroll
দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আগামী কয়েক দিনে কিছু এলাকায় প্রশমিত হবে: আবহাওয়া অধিদপ্তর
Scroll
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের
Scroll
ইসরায়েলের হামলায় আরো ১১৫ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক
Scroll
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে পা রাখলেন সাকিব আল হাসান

তিন আসামি খালাস পাওয়ায় শিশু আছিয়ার মা অসন্তুষ্ট

মাগুরা প্রতিনিধি

প্রকাশ: ১৪:২৯, ১৭ মে ২০২৫ | আপডেট: ১৪:৩০, ১৭ মে ২০২৫

তিন আসামি খালাস পাওয়ায় শিশু আছিয়ার মা অসন্তুষ্ট

ছবি: সংগৃহীত

মাগুরায় আট বছর বয়সী শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে অভিযোগ থেকে খালাস পেয়েছেন হিটুর স্ত্রী জাহেদা বেগম, ছেলে রাতুল শেখ এবং সহযোগী সজিব শেখ। এ রায়ে সন্তুষ্ট নন ভুক্তভোগী শিশুর মা।

শনিবার (১৭ মে) মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিশুটির মা।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি এই রায়ে খুশি নই। তারা সবাই শাস্তি পাওয়ার যোগ্য ছিল। কারণ তারা হত্যাকাণ্ডে সহায়তা করেছে, তথ্য গোপন করেছে। আজ তারা ছাড়া পেয়ে গেল, কাল তারা অন্য কারো সঙ্গে এমনটি করতেও পারে।’

তিনি বলেন, ‘আমি সন্তুষ্ট না। আমি চাই সবাই শাস্তি পাক।’ কথা বলার একপর্যায়ে তিনি আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মনিরুল ইসলাম মুকুল জানান, হিটুর বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা, রাতুল ও সজিবের বিরুদ্ধে ভয়ভীতি প্রদর্শন এবং জাহেদার বিরুদ্ধে তথ্যপ্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছিল। তবে আদালত পর্যাপ্ত প্রমাণের অভাবে তিনজনকে খালাস দেন।

গত ৬ মার্চ বোনের বাসায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় সে। পরে অসুস্থ শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে ১৩ মার্চ সেখানে তার মৃত্যু হয়।

গত ৮ মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন।

মামলার তদন্তে দায়িত্বে ছিলেন মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন। তিনি ১৩ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর ১৭ এপ্রিল মামলাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয় এবং ২০ এপ্রিল অভিযোগপত্র গ্রহণ করা হয়। বিচার শুরু হয় ২৩ এপ্রিল।

গত ১৫ মার্চ অভিযুক্ত হিটু শেখ ম্যাজিস্ট্রেটের সামনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঘটনার ৭৩ দিনের মাথায় আজ শনিবার রায় ঘোষণার মাধ্যমে মামলার বিচারিক প্রক্রিয়া শেষ হলো।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন