শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৯:৫৬, ২৪ আগস্ট ২০২৫
ড. ইউনূস ও ইসহাক দার, ছবি: সংগৃহীত
সরকারি সম্প্রচার মাধ্যম রেডিও পাকিস্তান জানায়, বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি ও সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন ড. ইউনূস ও ইসহাক দার। এ সময় পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন এবং সফরের ব্যস্ত কর্মসূচি ও অর্জন সম্পর্কে তাকে অবহিত করেন।
ইসহাক দার সফরের সময় চমৎকার আতিথেয়তার জন্য প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এ সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’ হিসেবে উল্লেখ করে। ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম বাংলাদেশ সফর।
ঢাকা এক্সপ্রেস/ইউকে