ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ জ্বিলকদ ১৪৪৬

মধ্যরাতে হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা, আটক ৩

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১১:৪৮, ২০ মে ২০২৫ | আপডেট: ১৩:০৬, ২০ মে ২০২৫

মধ্যরাতে হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা, আটক ৩

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাসায় মধ্যরাতে ঢোকার চেষ্টা চালানোর অভিযোগে তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ধানমন্ডির সেন্ট্রাল রোডের ওই বাসায় ২০-২৫ জন তরুণ অবস্থান নেন। তারা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী পরিচয় দিয়ে গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তার গ্রেপ্তার দাবি করেন।

গোলাম মোস্তফা অভিযোগ করে বলেন, কয়েকজন তরুণ বাসার সামনে এসে হইচই শুরু করে। এরপর তারা জোর করে বাসায় ঢোকার চেষ্টা করে। এমনকি দরজাও ভাঙার চেষ্টা করে। আমি বাধ্য হয়ে ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ আসে। ওদের সঙ্গে কিছু সাদা পোশাকধারী লোকও ছিল, যারা বাসা খুলতে বলছিল। কিন্তু রাত গভীর হওয়ায় আমি দরজা খুলি না।

তিনি আরো বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই। একজন প্রকাশক হিসেবে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের বই প্রকাশ করেছি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত— সবার বই-ই প্রকাশ করেছি। এটি আমার পেশাগত কাজ। এজন্য আমাকে রাজনৈতিক ট্যাগ দিয়ে হামলা কিংবা হয়রানি করা উচিত নয়।

ঘটনার বিষয়ে ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বলেন, গোলাম মোস্তফা অসুস্থ ছিলেন, তিনি দরজা খুলতে চাননি। পরে যারা এসেছিল, তারা চলে যায়। এরপর ঘটনাস্থল থেকে তিনজনকে থানায় নেওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরো জানান, গোলাম মোস্তফার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মামলা রয়েছে— এমন তথ্য পুলিশের কাছে নেই।

প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্স স্বাধীনতা ও মুক্তিযুদ্ধভিত্তিক বহু গ্রন্থ প্রকাশ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ নামে ১৪ খণ্ডের গ্রন্থ এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র সিরিজ, যা ১৫ খণ্ডে প্রকাশিত হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন