ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫

৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
সালমান রুশদির ওপর হামলাকারী তরুণকে ২৫ বছরের কারাদণ্ড
Scroll
ক্ষুদ্রঋণের মডেল অনুসরণে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড
Scroll
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
Scroll
রাজধানী আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫
Scroll
অভ্যুত্থানের নয় মাস গেলেও বড় পরিবর্তন সহজ হচ্ছে না: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
Scroll
দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আগামী কয়েক দিনে কিছু এলাকায় প্রশমিত হবে: আবহাওয়া অধিদপ্তর
Scroll
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের
Scroll
ইসরায়েলের হামলায় আরো ১১৫ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক
Scroll
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে পা রাখলেন সাকিব আল হাসান

দেশের ১২ জেলায় তাপপ্রবাহ, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১২:৪১, ১৭ মে ২০২৫ | আপডেট: ১৩:৫৭, ১৭ মে ২০২৫

দেশের ১২ জেলায় তাপপ্রবাহ, যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ছবি: সংগৃহীত

দেশের ১২টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামী কয়েক দিনের মধ্যে তা কিছু কিছু এলাকায় প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে ঢাকা, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, চাঁদপুর, বান্দরবান, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, যশোর ও ঝিনাইদহে মৃদু তাপপ্রবাহ বয়ে চলেছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরো জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ অস্থায়ী বজ্রবৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। ফলে এসব এলাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

রবিবারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। সোমবার ও মঙ্গলবার দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তী কয়েক দিন বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদী ও টাঙ্গাইলে, ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে, যেখানে ৬৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, এই সময়ে যাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে, তাদের বাইরে চলাচলে সতর্কতা অবলম্বন করা উচিত। একই সঙ্গে সম্ভাব্য বজ্রপাত ও ভারি বৃষ্টির বিষয়ে জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন