ঢাকা, শনিবার, ১৭ মে ২০২৫

৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
সালমান রুশদির ওপর হামলাকারী তরুণকে ২৫ বছরের কারাদণ্ড
Scroll
ক্ষুদ্রঋণের মডেল অনুসরণে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
Scroll
মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় তার বোনের শ্বশুর হিটু শেখের মৃত্যুদণ্ড
Scroll
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
Scroll
রাজধানী আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এক পরিবারের দগ্ধ ৫
Scroll
অভ্যুত্থানের নয় মাস গেলেও বড় পরিবর্তন সহজ হচ্ছে না: দ্য ইকোনমিস্টের প্রতিবেদন
Scroll
দেশের ১২ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আগামী কয়েক দিনে কিছু এলাকায় প্রশমিত হবে: আবহাওয়া অধিদপ্তর
Scroll
অবৈধ ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠানো হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
খুলনার ডুমুরিয়ায় মাহিন্দ্রা ও তেলবাহী ট্যাংকলরির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেছে তিনজনের
Scroll
ইসরায়েলের হামলায় আরো ১১৫ ফিলিস্তিনি নিহত, আহত শতাধিক
Scroll
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানে পা রাখলেন সাকিব আল হাসান

‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৩:৪৩, ১৭ মে ২০২৫ | আপডেট: ১৩:৪৪, ১৭ মে ২০২৫

‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ গঠনের আহ্বান প্রধান উপদেষ্টার

ছবি: সংগৃহীত

তরুণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ক্ষুদ্রঋণ ব্যাংক’ প্রতিষ্ঠার প্রস্তাব করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই ব্যাংক প্রচলিত আর্থিক প্রতিষ্ঠানের মতো নয়, এটি হবে বিশ্বাস ও আস্থাভিত্তিক। যেখানে জামানতের প্রয়োজন হবে না, বরং উদ্যোক্তাদের পাশে দাঁড়ানোই হবে এর মূল লক্ষ্য।

শনিবার (১৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।

ড. ইউনূস বলেন, মানুষ জন্মগতভাবেই উদ্যোক্তা। শুধু সুযোগ, আস্থা এবং কিছু সহায়তা পেলেই তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। এজন্য তিনি ‘মাইক্রো ক্রেডিট রেগুলেটরি’ আইন প্রণয়ন এবং এর কাঠামো আরো শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ক্ষুদ্রঋণ ব্যাংক শুধু ঋণ দেবে না, বরং সামাজিক ব্যবসাকে বিস্তৃত করাও হবে এর একটি বড় উদ্দেশ্য। আমরা চাই প্রতিটি মানুষ নিজের মতো করে এগিয়ে যাক, বিশেষ করে তরুণরা। তাদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

ক্ষুদ্রঋণের সাফল্যের কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, এ পর্যন্ত যারা ক্ষুদ্রঋণ নিয়েছেন, তাদের কেউই টাকা আত্মসাৎ করে পালিয়ে যাননি। অথচ আমাদের প্রচলিত ব্যাংক ব্যবস্থায় অনেক প্রতিষ্ঠান ডুবেছে, টাকার হদিস পাওয়া যায়নি। তাই প্রকৃত ব্যাংক সেই, যার ওপর সাধারণ মানুষের আস্থা থাকে।

তিনি আরো বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশি ক্ষুদ্রঋণ মডেল এখন অনুসরণীয়। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি শুধু দেশের মধ্যেই নয়, আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. এম আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন