ঢাকা, রোববার, ১১ মে ২০২৫

২৭ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আগামী ৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করে প্রকাশ: আসিফ নজরুল
Scroll
যুদ্ধবিরতির পরেও উত্তপ্ত কাশ্মীর, একাধিক শহরে ব্ল্যাকআউট
Scroll
আ. লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ: আসিফ নজরুল
Scroll
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!
Scroll
পতিতদের পুনর্বাসন চায় না জনগণ : তারেক রহমান
Scroll
ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
Scroll
শেখ হাসিনাকে ফেরাতে কাজ করছে ইন্টারপোল: স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
পাকিস্তানের তিন বিমানঘাঁটিতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, পাল্টা হামলা ইসলামাবাদের
Scroll
পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ
Scroll
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস তার সম্পদের ৯৯ শতাংশ দান করে দেবেন
Scroll
নারী ফুটবল বিশ্বকাপের ২০৩১ সালের আসরে বাড়ছে ১৬ দল

সীমান্তে বিএসএফ-এর পুশ-ইন অপচেষ্টা প্রতিরোধে কঠোর বিজিবি

কুড়িগ্রাম প্রতিনিধি 

প্রকাশ: ২০:০৫, ১০ মে ২০২৫

সীমান্তে বিএসএফ-এর পুশ-ইন অপচেষ্টা প্রতিরোধে কঠোর বিজিবি

সীমান্তে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা প্রতিহত করতে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: ঢাকা এক্সপ্রেস 

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক মিয়ানমারের নাগরিক  ও বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিকদের বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশ করানোর অপচেষ্টা প্রতিহত করতে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অপতৎপরতা রোধে বিজিবি’র পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ, আনসার, গ্রাম পুলিশ, গণমাধ্যমকর্মী এবং সাধারণ মানুষ সম্মিলিতভাবে কাজ করছে। 

বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতের অভ্যন্তরে সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে বিএসএফ বিভিন্ন স্থানে ছোট ছোট গ্রুপে বিভক্ত করে এসব মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। তাদের সঙ্গে সমন্বয় রেখে উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ বিভাগও নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। 

স্থানীয় আনসার ও গ্রাম পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে। 

এ ছাড়া, সাংবাদিকরা বিভিন্ন গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে বিজিবিকে সহযোগিতা করছেন। সীমান্তবর্তী দেশপ্রেমিক সাধারণ মানুষও বিজিবির পাশে থেকে সীমান্ত রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানান বিজিবি। 
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, গত ৭ ও ৮ মে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৩২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই মিয়ানমারের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। 

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও যে কোনো ধরনের পুশ-ইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সকল শ্রেণির মানুষের সহযোগিতা অব্যাহত থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিজিবি। 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন