শিরোনাম
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২০:০৫, ১০ মে ২০২৫
সীমান্তে অনুপ্রবেশ করানোর অপচেষ্টা প্রতিহত করতে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: ঢাকা এক্সপ্রেস
বিশ্বস্ত গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতের অভ্যন্তরে সীমান্ত ঘেঁষা এলাকাগুলোতে বিএসএফ বিভিন্ন স্থানে ছোট ছোট গ্রুপে বিভক্ত করে এসব মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় সীমান্তজুড়ে নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। তাদের সঙ্গে সমন্বয় রেখে উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ বিভাগও নিরবচ্ছিন্নভাবে কাজ করছে।
স্থানীয় আনসার ও গ্রাম পুলিশ দিনরাত অক্লান্ত পরিশ্রম করে সীমান্ত পাহারায় নিয়োজিত রয়েছে।
এ ছাড়া, সাংবাদিকরা বিভিন্ন গোয়েন্দা তথ্য সরবরাহের মাধ্যমে বিজিবিকে সহযোগিতা করছেন। সীমান্তবর্তী দেশপ্রেমিক সাধারণ মানুষও বিজিবির পাশে থেকে সীমান্ত রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছেন বলে জানান বিজিবি।
এ বিষয়ে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) জানায়, গত ৭ ও ৮ মে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ৩২ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই মিয়ানমারের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, ভবিষ্যতেও যে কোনো ধরনের পুশ-ইন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এবং সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে সকল শ্রেণির মানুষের সহযোগিতা অব্যাহত থাকায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিজিবি।
ঢাকা এক্সপ্রেস/এনএ