ব্রেকিং
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪৫, ১০ মে ২০২৫
পুলিশের অভিযানে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। ছবি: ঢাকা এক্সপ্রেস
গ্রেপ্তারকৃতরা হলেন, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ এবং গয়াবাড়ী ইউনিয়ন যুবলীগের ৬ নম্বর ওয়ার্ড সভাপতি ও পল্লি চিকিৎসক আবদুর রউফ। অন্যদিকে, ডোমার থানার অভিযানে আটক হন, দক্ষিণ বেতগাড়াপাড়া গ্রামের লাভলু ইসলাম ওরফে লাবু, চিলাহাটি শাহপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমান, মির্জাগঞ্জ গ্রামের মফিজুল ইসলাম এবং আবদুর রউফ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছিলো এবং জেলার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছিলো।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশ।
ঢাকা এক্সপ্রেস/এনএ