ব্রেকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:১৮, ১০ মে ২০২৫ | আপডেট: ১৭:২০, ১০ মে ২০২৫
ছবি: সংগৃহীত
রাজধানী ঢাকার তাপমাত্রাও প্রতিদিনই নতুন করে রেকর্ড গড়ছে। আজ শনিবার (১০ মে) ঢাকার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস।
শুক্রবার দেশে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিলো ৪১.২ ডিগ্রি সেলসিয়াস চুয়াডাঙ্গায়। অন্যদিকে সেদিন ঢাকায়ও সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা বলেছেন, ‘আজ দেশের অনেক অঞ্চলের তাপমাত্রাই ৪০ ডিগ্রির ওপরে। এই তাপমাত্রা অনেক এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। এর মধ্যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।’
এদিকে গত তিনদিন থেকেই দেশে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কোথাও মাঝারি, কোথাও মৃদু আবার কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ