ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৭ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

শাহবাগে অবরোধ চলছে, বিকালে গণজমায়েত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:২৭, ১০ মে ২০২৫ | আপডেট: ১৫:৩৩, ১০ মে ২০২৫

শাহবাগে অবরোধ চলছে, বিকালে গণজমায়েত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবরোধ কর্মসূচি চলমান রয়েছে। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র-জনতার অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া এই অবরোধ কর্মসূচি আজ শনিবার (১০ মে) পর্যন্ত চলছে। বিকালে সেখানে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শুক্রবারের তুলনায় আজ দুপুর পর্যন্ত জনসমাগম কিছুটা কম দেখা গেলেও পুরো শাহবাগ মোড় অবরোধ করে রাখা হয়েছে। তাতে যান চলাচল বন্ধ রয়েছে।

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দেশত্যাগের খবর নিয়ে আলোচনার মধ্যে বৃহস্পতিবার রাতে সরকারপ্রধানের বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। শুক্রবার জুমার পর তারা মিন্টো রোডের প্রবেশ মুখে মঞ্চ বানিয়ে সমাবেশ করেন।

সমাবেশ থেকে এনসিপির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ শাহবাগ অবরোধের ঘোষণা দেন। ঘোষণার পরপরই বিকাল ৪টায় আন্দোলনকারীরা শাহবাগের দিকে এগোতে থাকেন। পরে সেখানে বিকাল থেকে রাতভর অবরোধ অব্যাহত থাকে।

অবরোধ থেকে আন্দোলনকারীরা তিন দফা দাবি জানান। এতে বলা হয়, আওয়ামী লীগ নিষিদ্ধ, জুলাই ঘোষণাপত্র দেওয়া এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচারের জন্য আইনে প্রয়োজনীয় বিধানের দাবি জানানো হয়।

এসময় হাসনাত আবদুল্লাহ বলেছেন, “তিন দফা দাবিতে আমাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি শনিবার বিকাল ৩টার দিকে শাহবাগে গণজমায়েত পালন করা হবে।”

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন