ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১২ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

চট্টগ্রাম বন্দর হস্তান্তর চেষ্টার প্রতিবাদ

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:৩৯, ৯ মে ২০২৫

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চের মানববন্ধন

চট্টগ্রাম বন্দর হস্তান্তর চেষ্টার প্রতিবাদ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চের মানববন্ধন । ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির হাতে হস্তান্তরের চেষ্টা এবং বন্দরের ‘দুর্নীতিবাজ’ চেয়ারম্যানকে অপসারন না করার প্রতিবাদ জানিয়ে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (৯ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা দাবি করেন, দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনা চট্টগ্রাম বন্দর একটি বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড নামের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠানটির সঙ্গে সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যার মাধ্যমে সেপ্টেম্বরের মধ্যেই নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

বক্তারা আরো দাবি করেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল বর্তমানে দেশীয় ব্যবস্থাপনায় অত্যন্ত সফলভাবে পরিচালিত হচ্ছে। গত অর্থবছরে এই টার্মিনাল থেকে ১২ লাখ ৮১ হাজার কনটেইনার ওঠানো-নামানোর কাজ হয়েছে, যা বন্দরের মোট কার্যক্রমের ৪৪ শতাংশ। পুরো টার্মিনালটি দেশের অর্থায়নে নির্মিত এবং প্রয়োজনীয় যন্ত্রপাতিও রয়েছে পর্যাপ্ত।
এমন একটি স্থাপনাকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার পেছনে জাতীয় স্বার্থ নয়, বরং রাজনৈতিক চাপ এবং সুবিধাবাদী গোষ্ঠীর প্রভাব কাজ করছে বলে তাদের আশঙ্কা।

ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতা মঞ্চের আহ্বায়ক জাকি সুমন বলেন, ‘এই সিদ্ধান্ত শুধুমাত্র দেশের অর্থনৈতিক স্বার্থেই নয়, বরং কৌশলগত নিরাপত্তার জন্যও মারাত্মক ঝুঁকিপূর্ণ। বঙ্গোপসাগরে মার্কিন প্রভাব প্রতিষ্ঠার প্রেক্ষাপটে এটি ভবিষ্যতে সামরিক ঘাঁটি ব্যবহারের পথও উন্মুক্ত করতে পারে।’

সংগঠনটির সদস্য সচিব ডিকে সোলায়মান  উক্ত মানববন্ধনে চারটি দাবি উত্থাপন করেন।  

১. চট্টগ্রাম বন্দরের হস্তান্তর প্রক্রিয়া অবিলম্বে স্থগিত করতে হবে।
২. এ বিষয়ে নির্বাচিত সরকারের জাতীয় সংসদে পূর্ণাঙ্গ আলোচনা ও গণশুনানির আয়োজন করতে হবে।
৩. বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও দেশীয় সক্ষমতা বৃদ্ধির রোডম্যাপ প্রণয়ন করতে হবে।
৪. বিদেশি কোম্পানির সঙ্গে যেকোনো কৌশলগত চুক্তি সম্পাদনের আগে জাতির নিরাপত্তা ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

 

ঢাকা এক্সপ্রেস/ এসএ

আরও পড়ুন