শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:৫৬, ৯ মে ২০২৫
শাহবাগ অবরোধ করেছে বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত
এরআগে যমুনার পাশে মিন্টো রোডের ফোয়ারার সামনে ‘জমায়েত মঞ্চ’ থেকে এ ঘোষণা করেন তিনি।
ঘোষণার পরপরই বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এসময় নানা স্লোগানে উত্তাল হয়ে উঠে শাহবাগ। এই আন্দোলনে অংশ নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও।
দুপুরের সমাবেশস্থলে হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারের কানে আমাদের দাবি পৌঁছায়নি। তাই আমরা সমাবেশস্থল থেকে শাহবাগ অবরোধে যাচ্ছি। দাবি না আদায় পর্যন্ত সেখানে অবস্থান করবো।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ