শিরোনাম
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩০, ৯ মে ২০২৫
পরিত্যক্ত অবস্থায় ২২টি হাতবোমা উদ্ধার শেষে সেগুলো বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে বোম ডিসপোজাল ইউনিটের একটি দল। ছবি: সংগৃহীত
জাজিরা থানার অফিসার (ইনচার্জ) দুলাল আকন্দ জানান, স্থানীয় লোকজন বোমাগুলো দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এগুলো জব্দ করে নিষ্ক্রিয় করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটকে খবর দেয়। খবর পেয়ে ইউনিটের পাঁচ সদস্য এসে খোলা মাঠে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিষ্ক্রিয় করেন। এ সময় জাজিরা থানার পুলিশের একটি দল উপস্থিত ছিলো।
ওসি মোহাম্মদ দুলাল আকন্দ বলেন, ‘আমরা বিকেনগরের টুমচর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ২২টি ককটেল বোমা উদ্ধার করেছি। বোমাগুলো নিরাপদভাবে নিষ্ক্রিয় করা হয়েছে। কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা জানতে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ