শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৫৯, ৯ মে ২০২৫ | আপডেট: ২১:৪৯, ৯ মে ২০২৫
ছবি: সংগৃহীত
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থান নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ওই সময়ে আইপিএলের বাকি অংশ আয়োজনের পরিকল্পনা করছে তারা।
সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির কারণে আইপিএলের ১৮তম আসর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই।
স্থগিতাদেশ এক সপ্তাহের জন্য দেওয়া হলেও শিগগিরই এই ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি টুর্নামেন্টটি চালুর সম্ভাবনা ক্ষীণ। বৃহস্পতিবার রাতে ধর্মশালায় পাঞ্জাব–দিল্লি ম্যাচের সময়ের ঘটনায় ক্রিকেটাররা অস্বস্তির মধ্যে আছেন।
ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, বৃহস্পতিবার রাতেই ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের একাধিক হামলার খবর পাওয়া গেছে। তার আগে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে জঙ্গি হামলার জেরে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এ অবস্থায় আইপিএল পুনরায় শুরু করা হলেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বিসিসিআইকে বাড়তি সতর্কতা নিতে হচ্ছে।
এদিকে, সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা। এরপর জুনে ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে অংশ নেওয়ার কথা রয়েছে ভারতের। সেই সিরিজ শেষ করেই আগস্টে বাংলাদেশ সফর এবং সেপ্টেম্বরে এশিয়া কাপে অংশ নেওয়ার পরিকল্পনা ছিল। তবে বিসিসিআই চাইছে আইপিএলের বাকি ম্যাচগুলোর জন্য এ সময়টিই কাজে লাগাতে।
টাইমস অব ইন্ডিয়া বলছে, এমনকি আইপিএলের স্থগিত অংশ বাংলাদেশ সফর ও এশিয়া কাপের আগে শেষ করা গেলেও, এই দুটি সিরিজ বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। বিসিসিআই এ বিষয়ে নমনীয় হওয়ার ইঙ্গিত দেয়নি।
সংস্থাটির মূল লক্ষ্য এখন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদ ও চাপমুক্ত রাখা, বিশেষকরে ধর্মশালায় ঘটে যাওয়া ঘটনার পর।
ঢাকা এক্সপ্রেস/ এসইউ