শিরোনাম
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২০:৪৯, ৯ মে ২০২৫
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতারা। ছবি: ঢাকা এক্সপ্রেস
এর আগে বৃহস্পতিবার (৮ মে) ভোররাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এসব নেতাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সবাই জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট শহরের তমিজ মার্কেট ও মাদামব্রিজ এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা ও প্রকাশ্যেই এলোপাতাড়ি গুলি চালায়। গুলিতে চার শিক্ষার্থী সাদ আলম আফনান, কাউছার হোসেন বিজয়, সাব্বির হোসেন ও ওসমান গনি নিহত হয়।
এ সময় দুইশ’র বেশি গুলিবিদ্ধসহ আহত হয় কয়েকশ’। এসব ঘটনায় থানায় পৃথক চারটি মামলা হয়। মামলায় এই ১৯ জনসহ গ্রেপ্তার করা হয়েছে মোট ২০৭ জনকে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্টে চার শিক্ষার্থী হত্যা মামলায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। তাদের ছাত্র-জনতার ওপর হামলা ও চার শিক্ষার্থী হত্যায় মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে ২০৭ জনকে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ