শিরোনাম
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৭, ৯ মে ২০২৫
নিহত সালমান খন্দকারের (২৫)। ছবি: ঢাকা এক্সপ্রেস
পরিবার জানায়, গতকাল বৃহস্পতিবার রাতে সালমান ও তার বন্ধুরা রামকান্তপুর এলাকায় মধুমতি নদীর পাড়ে পিকনিক করেন। রাত ৯টার দিকে বাড়িতে এসে প্রায় দুই ঘণ্টা পর আবার বেবিয়ে যান সালমান। এরপর রাত গভীর হলেও বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন সালমানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পান।
শুক্রবার সকালে বিলের মধ্যে সালমানের মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।
লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম বলেন, ‘এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’
লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান বলেন, ‘সালমানের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।’
ঢাকা এক্সপ্রেস/এনএ