ঢাকা, শুক্রবার, ০৯ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

কাগজপত্রহীন মোটরসাইকেল জব্দ, থানায় ছাত্রদল নেতাকর্মীদের হামলা

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭:৩৯, ৯ মে ২০২৫

কাগজপত্রহীন মোটরসাইকেল জব্দ, থানায় ছাত্রদল নেতাকর্মীদের হামলা

ছাত্রদল নেতাকর্মীদের হামলার পর নড়িয়া থানার একটি কক্ষ। ছবি: ঢাকা এক্সপ্রেস

শরীয়তপুরের নড়িয়ায় কাগজপত্রহীন ৩টি মোটরসাইকেল জব্দ করাকে কেন্দ্র করে থানায় হামলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় থানা কমপ্লেক্সের দু’টি কক্ষে ভাঙচুর করা হয়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন একজন পুলিশ কনস্টেবলও। এ ঘটনায় থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আল আমিন বাদী হয়ে মামলা করেছেন। হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) দুপুর পৌনে ১টার দিকে শরীয়পুরের নড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (৭ মে) রাতে ঘড়িসার ইউনিয়নের বাড়ৈপাড়া এলাকা থেকে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তিনটি মোটরসাইকেল থানায় জব্দ করে নিয়ে যায় পুলিশ সদস্যরা। সেই মোটরসাইকেলগুলো ছাড়াতে বৃহস্পতিবার রাতে থানায় আসেন নড়িয়া পৌর যুবদলের সভাপতি নুরুজ্জামান শেখের ভাতিজা ও কলেজ ছাত্রদল নেতা শাহীন শেখসহ বেশ কয়েকজন। 

এ সময় তারা কাগজপত্র দেখাতে না পারায় মোটরসাইকেলগুলো দিতে অপারগতা প্রকাশ করে পুলিশ। এতেই ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিয়ে থানা চত্বরে হামলা চালিয়ে ভাঙচুর করে বলে অভিযোগ উঠে। এ সময় বাধা দিতে এলে তাদের হামলায় বিল্লাল হোসেন নামের পুলিশের এক কন্সটেবল আহত হয়। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন মোল্লা বলেন, ‘কিছু দুষ্কৃতিকারী থানায় ইটপাটকেল ছুঁড়ে হামলা করে। এতে আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ছাড়া, জানালার থাই গ্লাসসহ স্থাপনায় ক্ষতি হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের পাশাপাশি বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি।’ 

অপরাধীরা যে দলের হোক না কেনো তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি। 
 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন