শিরোনাম
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৩, ৯ মে ২০২৫
অব্যহতি দেওয়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইন। ছবি: ঢাকা এক্সপ্রেস
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইনকে তার পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) সন্ধ্যায় ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মুস্তাক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় নীতি আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় নির্দেশিত হয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হুসাইনের সদস্য সচিব পদ থেকে অব্যহতি প্রদান অনুমোদন করেছেন ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম।
ঢাকা এক্সপ্রেস/এনএ