শিরোনাম
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২০:৫০, ৮ মে ২০২৫
বর্ডার গার্ড বাংলাদেশ-এর (বিজিবি) হাতে আটককৃতরা। ছবি: ঢাকা এক্সপ্রেস
এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬নং ভাতুরিয়া ইউনিয়নের ভাতুরিয়া নামক সীমান্তবর্তী এলাকার চাপসার বিওপির ৩৪৭ মেইন পিলারের ৬ সাব পিলারের বাংলাদেশ অংশ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নারউল ষাটপুকুরর গ্রামের হাবিল উদ্দিনের ছেলে জসিম উদ্দীন (২৬), হাট মাধবপুর গ্রামেরর মৃত নীল কমল রায়ের চেলে স্বপন চন্দ্র (২০), রামনগর গ্রামের সেদেম চন্দ্র রায়ের ছেলে পরিবেম চন্দ্র রায় (২২), বেলবাস গ্রামের প্রকৃত চন্দ্র রায়ের ছেলে নয়ন চন্দ্র রায় (২২), তেতড়া গ্রামের মেহেরাব আলীর ছেলে মোসলেম (৩০), রানীরঘাট ভাবির মোড়ের আবেদ আলীর ছেলে আবজাল হোসেন (২৫), বিরল উপজেলার মানিকপাড়ার মফিজ উদ্দীনের ছেলে মো: সোহেল রানা (৩২), সাংশনডিয়া গ্রামেরর মৃত মসলিম উদ্দিনের ছেলে তমিজ উদ্দীন (৫০), আটমেরা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সালমান (৪১) ও ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রামনাথপুর গ্রামের বিষেনের ছেলে সন্তোষ (২৭)।
বিজিবির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃত ব্যক্তিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কাজের সন্ধানে ইতিপূর্বে (বিগত ৭ বছরের বিভিন্ন সময়ে) দালালের মাধ্যমে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে গমন করেছিলো এবং ভারতীয় দালালদের সহযোগিতায় কাঁটাতারের বেড়ার নীচে পানি নিষ্কাশনের কালভার্ট দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। আটককৃত ব্যক্তিদের মধ্যে ৮ জনের বাংলাদেশী জাতীয় পরিচয় পত্র এবং ২ জনের বাংলাদেশী জন্ম নিবন্ধন সনদ পত্র পাওয়া গেছে।
এ ছাড়াও, আটককৃতদের আত্মীয় স্বজনদের মাধ্যমে যাচাই বাছাই করে নাগরিকত্ব সঠিক হওয়ায় তাদেরকে ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি কর্তৃক সীমান্তবর্তী এলাকায় সীমান্ত সংক্রান্ত অপরাধ সমূহ হ্রাস করতে কার্যক্রম চালিয়ে আসছে। শূন্য রেখা অবৈধভাবে অতিক্রম, অবৈধ মাদকদ্রব্য চোরাচালান এবং শূন্য রেখা অতিক্রম করে পার্শ্ববর্তী দেশেরে ভূখণ্ডে গরু-ছাগল চড়ানো বা ঘাস কাটা থেকে সকলকে বিরত থাকার জন্য বিজিবি কর্তৃকপক্ষ কর্তৃক অনুরোধ করা হয়েছে।
ঢাকা এক্সপ্রেস/এনএ