শিরোনাম
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: ১৩:২৪, ৯ মে ২০২৫
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৮ মে) মাঝ পথেই দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচটি পরিত্যক্ত করা হয়। এরপর থেকেই গুঞ্জন উঠেছিল, আদৌ কি আইপিএলের বাকি অংশের ম্যাচ অনুষ্ঠিত হবে কিনা। অবশেষে সিদ্ধান্ত এলো শুক্রবার (৯ মে)।
এদিকে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, বৃহস্পতিবারের ম্যাচ বাতিলের পর দুই দলের ক্রিকেটারদের বিশেষ ট্রেনে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। এবার পুরো টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিল ভারতের ক্রিকেট বোর্ড।
এদিকে চলমান পরিস্থিতি বিবেচনায় সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এর বাকি অংশ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। পিসিবি এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, পিএসএলে লিগ পর্বের বাকি চারটি এবং ফাইনালসহ প্লে-অফ পর্বের সব ম্যাচ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু সম্পর্কিত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।
পাকিস্তান ও ভারতে অবস্থানরত অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা টুর্নামেন্ট ছেড়ে দেশে ফিরতে চাচ্ছেন। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) দেশ দুইটিতে অবস্থানরত ক্রিকেটারদের সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ