শিরোনাম
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: ১৭:৫৫, ৯ মে ২০২৫ | আপডেট: ১৭:৫৬, ৯ মে ২০২৫
রাশেদুল হত্যার বিচারের দাবিতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস
পাট্টা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম মুরাদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, কালুখালী উপজেলা কৃষকদলের সভাপতি আনিস মোল্লা, পাট্টা সেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুর রব, জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন, রাজবাড়ী জেলা জিয়া ফোর্সের তথ্য বিষয়ক সম্পাদক ইকবাল হাসান, পাট্টা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ বিশ্বাস, নিহত রাশিদুলের স্ত্রী জরিনা আক্তার প্রমুখ।
এ সময় পাট্টা,ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং রাশিদুলের পরিবারের সদস্যরাসহ ইউনিয়নের সর্বস্তরের প্রায় ৫ সহস্রাধিক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মানবন্ধন শেষে এলাকাসী হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে বিক্ষোভ মিছিল করে।
উল্লেখ্য, গত ৩ মে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের পাট্টা উত্তরপাড়া গ্রামে রাশিদুল নামের একজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে। রাশিদুল ইউনিয়নের উত্তর পাট্টা গ্রামের কিয়ামউদ্দিন মণ্ডলের ছেলে।
ঢাকা এক্সপ্রেস/এনএ