ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫

২৬ বৈশাখ ১৪৩২, ১১ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধ
Scroll
হত্যা মামলায় সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছেন আদালত
Scroll
আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে রাত থেকে বিক্ষোভ
Scroll
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ
Scroll
নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পথে পুলিশের গাড়িবহরে হামলা, আহত ৫
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাদ জুমা জমায়েতের ডাক হাসনাত আবদুল্লাহর
Scroll
গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের রাজধানীর শাহিনবাগ বাসায় পরোয়ানা নিয়ে পুলিশ, এসআই প্রত্যাহার
Scroll
প্রাইম এশিয়ায় পারভেজ হত্যা: আসামি ফারিয়া হক টিনা গ্রেপ্তার
Scroll
চাঁপাইনবাবগঞ্জে এবারো থাকছে না ম্যাঙ্গো ক্যালেন্ডার, পরিপক্ক হলেই পাড়া যাবে আম
Scroll
পাকিস্তান ও ভারত সংঘাত আমাদের কোনো বিষয় নয়: মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
Scroll
ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করার সিদ্ধান্ত

হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন 

ময়মনসিংহ প্রতিনিধি 

প্রকাশ: ২০:৩৯, ৯ মে ২০২৫ | আপডেট: ২০:৪০, ৯ মে ২০২৫

হত্যা মামলার আসামির ছুরিকাঘাতে বিএনপি কর্মী খুন 

নিহত বিএনপি কর্মী ইয়াসিন আলী স্বপন মিয়া (৩৫)। ছবি: সংগৃহীত 

ময়মনসিংহে হত্যা মামলার জেরে আসামিদের ছুরিকাঘাতে মো. ইয়াসিন আলী স্বপন মিয়া (৩৫) নামে এক বিএনপি কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় আমির হোসেন নামে আরও একজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত ৯ টার দিকে নগরীর আকুয়া মড়লবাড়ি গন্দ্রপা মালবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। শুক্রবার (৯ মে) ভোর পৌনে ৫টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বপন মিয়া মারা যান। 

নিহত ইয়াসিন আলী স্বপন মিয়া ওই এলাকার রজব আলীর ছেলে। তিনি আনন্দ মোহন কলেজের অ্যাকাউন্টিং বিভাগের কম্পিউটার অপারেটর হিসাবে কর্মরত ছিলেন। পাশাপাশি ওই এলাকায় মুদি দোকান চালাতেন এবং বিএনপির রাজনীতির একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি চার মেয়ে সন্তানের জনক। তার মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে নিহত ইয়াসিন আলী স্বপনের চাচা পারভেজকে হত্যা করে দিলীপ ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় মামলার পর দিলীপ জেলেখানায় ছিলেন। আনুমানিক এক বছর আগে জামিনে ছাড়া পান দিলীপ। এরপর থেকে মাদক ব্যবসা ও এলাকায় এক আতঙ্কের নাম দিলীপ। 

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্বপনের দোকানের সামনে আমির হোসেনকে কুপিয়ে আহত করে দিলীপ ও তাঁর সহযোগীরা। পরে ইয়াসিন আলী স্বপন দোকান থেকে বের হতেই দিলীপ ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে ইয়াসিন আলী স্বপন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত আমির হোসেনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করেন। 

নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, ‘২০২২ সালের ১ জুলাই সন্ত্রাসী হামলায় খুন হন আমার ভাই পারভেজ। ওই হত্যার সাক্ষ্যগ্রহণ চলমান আছে। এ কারণে ওই মামলার আসামি দিলীপ বেশ কিছুদিন ধরে পারভেজ হত্যা মামলা আপসের জন্য চাপ দিয়ে আসছিলো। মূলত, ওই ঘটনার জের ধরেই আমার ভাতিজা ইয়াসিন আলী স্বপন মিয়াকে আসামিরা ছুরিকাঘাত করে খুন করেছে।’ 

নিহতের চাচাতো ভাই মো. আকরাম হোসেন বলেন, ‘ইয়াসিন আলী ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। যারা তাকে ছুরিকাঘাত করে খুন করেছে তারা পারভেজ হত্যা মামলার আসামি এবং চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে হত্যা, অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে।’ 

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে খুনিদের হত্যা মামলাসহ নানা বিষয়ে পূর্ববিরোধ চলছিলো। এর জেরে এ ঘটনা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তদন্ত চলছে, বিস্তারিত তদন্তে জানা যাবে।’ 

ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন