শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:৩২, ৭ মে ২০২৫ | আপডেট: ২১:২২, ৭ মে ২০২৫
বিশ্বের সেরা দ্বিতীয় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ । ছবি: সংগৃহীত
টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন চট্টগ্রাম টেস্টে একই দিনে সেঞ্চুরি ও ৫ উইকেট উদ্যাপন করার বিরল কীর্তি গড়া মিরাজ। টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এটাই মিরাজের সর্বোচ্চ অবস্থান।
মিরাজের রেটিং পয়েন্ট এখন ৩২৭। পয়েন্টের হিসাবেও মিরাজের সর্বোচ্চ এটি। আগের সর্বোচ্চ ছিল ২৯৫।
বুধবার (৭ মে) প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে মিরাজের ওপরে আছেন ভারতীয় অলরাউন্ডারের রবীন্দ্র জাদেজা, তার পয়েন্ট ৪০০। মিরাজ ছাড়াও শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান।
২৭ বছর বয়সী মিরাজ চট্টগ্রামে বাংলাদেশের একমাত্র ইনিংসে ১০৪ রান করেন এবং জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংসে নেন ৫ উইকেট। ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের পুরস্কার জেতা মিরাজ ব্যাটিংয়ে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার–সেরা ৫৫ নম্বরে উঠেছেন। বোলিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন ২৪ নম্বরে।