শিরোনাম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪:৪৫, ৯ মে ২০২৫
ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার (৮ মে) দীর্ঘ আলোচনার পর এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘এইচবিএল পিএসএল এক্স’-এর বাকি ম্যাচগুলো এখন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। নতুন তারিখ ও ভেন্যুর ঘোষণা শিগগিরই দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার সকালে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ভেতরে একটি ভারতীয় ড্রোন পতিত হওয়ার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়। একই দিনে ভারত থেকে চালানো একাধিক ড্রোন পাকিস্তানের অন্তত ১২টি শহরে প্রবেশ করে। এই ঘটনার পরই টুর্নামেন্টের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকে উদ্বেগ।
পরিস্থিতি মূল্যায়নে পিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা, পিএসএলের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির প্রতিনিধি ও খেলোয়াড়দের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে ম্যাচগুলো স্থানান্তরের সিদ্ধান্ত জানায় বোর্ড।
পিসিবি জানিয়েছে, খেলোয়াড়, সাপোর্ট স্টাফ এবং দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সূত্র: আল জাজিরা
ঢাকা এক্সপ্রেস/এসএআর