শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮:৪৮, ৪ মে ২০২৫ | আপডেট: ১৯:২৭, ৪ মে ২০২৫
লিটন কুমার দাস
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়। এ দুই সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। অর্থাৎ নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক নির্বাচিত হয়েছেন লিটন। সহকারী অধিনায়ক হয়েছেন শেখ মেহেদী। লিটন অবশ্য আগেও বাংলাদেশের টি-টোয়েন্টি দলকে নেতৃত্ব দিয়েছেন। তবে সেটি বেশি নয়, মাত্র ৪ ম্যাচে।
পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী ২৫মে ফয়সালাবাদে। ২৭মে একই ভেন্যুতে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। বাকি তিন ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে যথাক্রমে ৩০ মে এবং ১ ও ৩ জুন।
বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াডে যারা রয়েছেন:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী (সহ-অধিনায়ক), তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।