শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২:১৭, ২ মে ২০২৫
ছবি: বাফুফে
তবে গত তিন দিন আগেই ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংসের কাছে টাইব্রেকারে হেরে শিরোপা হাতছাড়া করেছিল আবাহনী লিমিটেড। একই প্রতিপক্ষের বিপক্ষে প্রিমিয়ার লিগে এই গুরুত্বপূর্ণ ম্যাচে সেই হতাশা ঘোচালো দলটি।
উত্তেজনাপূর্ণ ম্যাচে ইনজুরি সময়ে দেখা গেছে হাতাহাতি, যার জেরে তিন খেলোয়াড় দেখেছেন লাল কার্ড। ম্যাচের ১৬ মিনিটে ফয়সাল ফাহিমের প্রথম গোলেই এগিয়ে যায় কিংস। বিরতির পর ৪৯ মিনিটে দ্বিতীয়বার জাল খুঁজে পান এই তরুণ ফরোয়ার্ড। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে দুই দলের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। হাতাহাতির ঘটনায় কিংসের সাদ উদ্দিন ও সোহেল রানা এবং আবাহনীর শাহিন সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
অন্যদিকে, কুমিল্লায় মোহামেডান ও পুলিশ এফসির ম্যাচে রোমাঞ্চের কমতি ছিল না। গোলশূন্য প্রথমার্ধের পর ৫২ মিনিটে এমানুয়েল সানডে গোল করে মোহামেডানকে এগিয়ে নেন। তবে ৬৫ মিনিটে পুলিশ পেনাল্টি থেকে সমতা ফেরায় দানিলোর গোলে। যখন মনে হচ্ছিল ম্যাচ ড্রই হতে যাচ্ছে, তখন ৮৮ মিনিটে পেনাল্টি থেকে মোজাফফর গোল করে মোহামেডানকে এগিয়ে দেন। ইনজুরি সময়ে সানডে নিজের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন ৩-১ ব্যবধানে।
এই জয়ে মোহামেডান ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর সংগ্রহ ২৭ পয়েন্ট, ফলে কিংসের জয় তাদের শিরোপার লড়াইয়ে আবারও কিছুটা সুবিধা এনে দিল। কিংস বর্তমানে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে।