শিরোনাম
শিক্ষা ডেস্ক
প্রকাশ: ০৯:২৩, ৩ মে ২০২৫ | আপডেট: ১১:২১, ৩ মে ২০২৫
ছবি: সংগৃহীত
শুক্রবার (২ মে) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং আবাসিক হল সংসদের নির্বাচনের তারিখ ও তফসিল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। নির্বাচনকালীন সময়ে ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা প্রশাসনের কাছে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচিত। এ কারণে ৩ মে শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।’
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ মে থেকে জাকসু নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ জুলাই।
ঢাকা এক্সপ্রেস/ বিডি