ঢাকা, শনিবার, ০৩ মে ২০২৫

২০ বৈশাখ ১৪৩২, ০৫ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আত্মহত্যা নয় খুন হয়েছেন সাগর-রুনি, হত্যায় অংশ নেন ২ জন: টাস্কফোর্সের প্রতিবেদন
Scroll
কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দেশে ফিরবেন খালেদা জিয়া
Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধসহ হেফাজতের ১২ দফা ঘোষণাপত্র
Scroll
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
Scroll
ফিরিয়ে দিলেন বিশেষ ব্যবস্থার প্রস্তাব, নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া
Scroll
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, তালিকায় তৃতীয়
Scroll
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
Scroll
সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু আইয়ানও মারা গেল
Scroll
মোট ৪৩টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী
Scroll
পাঁচ দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ হেফাজতে ইসলামের মহাসমাবেশ
Scroll
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
Scroll
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
গাজায় ২১১ সাংবাদিক নিহত, যার ২৮ জন নারী: জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
Scroll
ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে নারীসহ ছয় জনের মৃত্যু
Scroll
ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি, রাজা চার্লসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
Scroll
ইমরান খান, ওয়াসিম আকরামসহ অনেক পাকিস্তানি সাবেক ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ‘ব্লকড’

সাদেক আলী ৭৫ বছর বয়সে স্নাতক পাস করেছেন

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১০:২৭, ৩ মে ২০২৫

সাদেক আলী ৭৫ বছর বয়সে স্নাতক পাস করেছেন

ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের উজানপাড়ার বাসিন্দা সাদেক আলী প্রামাণিক। ভাঙা পায়ে ক্রাচে ভর দিয়ে হাঁটেন তিনি। ১৯৭৪ সালে এসএসসি ও ১৯৭৬ সালে এইচএসসি পাস করেন তিনি। আর্থিক অসচ্ছলতার কারণে পড়ালেখার পাট চুকিয়ে কৃষিকাজে মনোনিবেশ করেন। বিয়ে করে এক ছেলে ও দুই মেয়ের বাবা হন।

‘গ্র্যাজুয়েট’ হওয়ার প্রবল ইচ্ছা ছিল সাদেক আলীর। বৃদ্ধ বয়সেও সেই ইচ্ছা ত্যাগ করেননি। তাই ভর্তি হয়েছিলেন স্নাতকে। গত সোমবার প্রকাশিত হওয়া ফলে দেখা যায়, সিজিপিএ দুই দশমিক ৭৫ পেয়ে স্নাতকে উত্তীর্ণ হয়েছেন তিনি।

এই বয়সে স্নাতক পাস করায় প্রশংসায় ভাসছেন তিনি। ইচ্ছা পূরণ হওয়ায় তিনি তো খুশি, পাশাপাশি গ্রামের মানুষও আনন্দিত। স্থানীয় লোকজনের উদ্যোগে গ্রামজুড়ে চলে মিষ্টি বিতরণ।

সাদেক আলী ২০২০ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন নাটোরের দিঘাপতিয়া এম কে ডিগ্রি কলেজে স্নাতকে (বিএ) ভর্তি হন। সাদেক আলীর একমাত্র ছেলে নাসির উদ্দিন একই কলেজের ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক। বড় মেয়ে সাহিদা খাতুন ও ছোট মেয়ে ছাবিনা ইয়াসমিন। তারা দুজনই কামিল পাস। দুই মেয়ে পড়ালেখা শেষ করে সংসারি হয়েছেন।

সাদেক আলী বলেন, অভাব–অনটনের কারণে পড়ালেখার ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি; কিন্তু গ্র্যাজুয়েট হওয়ার স্বপ্ন ছিল। ছেলে–মেয়েরা পড়ালেখা শেষ করে সংসারি হয়েছে। এতে আমার ব্যস্ততাও কমে আসে। তখন আমি বিএ ক্লাসে ভর্তি হিই। তৃতীয় সেমিস্টার পরীক্ষার আগে সড়ক দুর্ঘটনায় পা ভেঙে যায়। তবু পরীক্ষা দেওয়া থেকে বিরত থাকিনি। ক্রাচে ভর করে পরীক্ষার হলে গেছি। 

সাদেক আলী আরো বলেন, ‘সৃষ্টিকর্তার ইচ্ছায় আমি গ্র্যাজুয়েট হতে পেরেছি। এ আনন্দ শুধু আমার একার নয়, আমার সন্তানেরাও খুশি হয়েছে। পাড়া-প্রতিবেশীরা খুশি হয়ে মিষ্টিমুখ করেছেন। অনেকে আমার পাস করার কথা শুনে আমার সঙ্গে দেখা করতে এসেছেন। এর চেয়ে খুশির আর কী আছে?

সাদেক আলীর ছেলে নাসির উদ্দিন বলেন, আমার বাবা এ বয়সেও একবার পড়েই মুখস্থ করতে পারেন। সংসারের ঝামেলার পাশাপাশি তিনি পড়ালেখা করে স্নাতক হয়েছেন। এতে আমরা ভীষণ খুশি।

সাদেক আলীর এই অর্জন প্রসঙ্গে নলডাঙ্গা উপজেলার কলেজশিক্ষক জিয়াউল হক বলেন, ৭৫ বছর বয়সে একজন মানুষের স্বাভাবিক চলাফেরা করাই কঠিন। অথচ তিনি এ বয়সে পড়ালেখা করে ভালোভাবে পাস করেছেন। এটা সত্যিই দারুণ ঘটনা।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাটোর উপ–আঞ্চলিক পরিচালক তানিয়া তালুকদার বলেন, অদম্য ইচ্ছা ও অক্লান্ত পরিশ্রমই সাদেক আলীকে সাফল্য এনে দিয়েছে। শিক্ষার জন্য যে বয়স কোনো সমস্যা নয়, তা তিনি প্রমাণ করে দেখিয়েছেন। তার সাফল্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ও গর্বিত।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন