শিরোনাম
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ০৯:৫০, ৩ মে ২০২৫ | আপডেট: ০৯:৫১, ৩ মে ২০২৫
ছবি: ঢাকা এক্সপ্রেস
সেই উদ্যোগের অংশ হিসেবে আগামী ২৩ মে স্কুল প্রাঙ্গণেই আয়োজন করা হয়েছে সাবেক শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী। এতে অংশ নিতে পারবেন ১৯৯৭ থেকে শুরু করে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। এই আয়োজনকে ঘিরে দীর্ঘদিন পর প্রিয় শিক্ষার্থীদের সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় শিক্ষকরা। আর পুনর্মিলনী আয়োজনকে ঘিরে সবার প্রিয় স্কুলটিকেও সাজানো হবে জমকালে সাজে।
পুনর্মিলনী আয়োজন কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন স্কুলের বর্তমান প্রধান শিক্ষক। আর এই আয়োজন সফল করতে তাকে সহায়তা করছেন স্কুলে সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা।
আয়োজক কমিটির সদস্য ও ২০০৪ এসএসসি ব্যাচের শিক্ষার্থী মো. ইমরান আলী জানান, পুনর্মিলনী আয়োজনকে সামনে রেখে বর্তমানে আগ্রহী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন চলছে। রেজিস্ট্রেশনের জন্য ১৯৯৭-২০১২ ব্যাচের শিক্ষার্থীদের ফি দুই হাজার টাকা, এর পরের ব্যাচের শিক্ষার্থীদের জন্য ফি দেড় হাজার টাকা। কেউ স্বামী/স্ত্রীকে সঙ্গে আনতে চাইলে তার জন্য রেজিস্ট্রেশনি ফি অতিরিক্ত ধরা হয়েছে এক হাজার টাকা। এ ছাড়া পাঁচ বছরের বেশি বয়সী সন্তানকে নিয়ে আসলে তার জন্য রেজিস্ট্রেশন ফি অতিরিক্ত ৫০০ টাকা। রেজিস্ট্রেশনের শেষ দিন আগামী ৫ মে।
ঢাকা এক্সপ্রেস/আরইউ