শিরোনাম
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৯:২৭, ৩ মে ২০২৫ | আপডেট: ১৯:৩৭, ৩ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ভারতের গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা যায়, পহেলগামে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনরা রয়েছে ফ্লাইটে, তাঁরা চেন্নাই হয়ে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে পৌঁছেছেন বলে বার্তা দেয় ভারত। এরপর কলম্বো বিমানবন্দরে ব্যাপক তল্লাশি চালানো হয়েছে।
একজন পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ভারতীয় কর্তৃপক্ষ শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল যে ফ্লাইটটিতে পহেলগামের ঘটনায় জড়িত ছয়জন সন্দেহভাজন আছেন। এরপর শ্রীলঙ্কার পুলিশ, বিমান বাহিনী এবং বিমানবন্দর নিরাপত্তা ইউনিট যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়েছে। কিন্তু কোনো সন্দেহভাজনকে খুঁজে পাওয়া যায়নি।
এদিকে ভারতের নিরাপত্তা বাহিনীর হাতে বিভিন্ন সময়ে আটক পাকিস্তানি নাগরিকদের ব্যবহার করে ভুয়া ‘এনকাউন্টার’ বা বন্দুকযুদ্ধের ঘটনা সাজানোর আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের নিরাপত্তা সূত্র। তাদের দাবি, বেআইনিভাবে আটক অন্তত ৫৬ জন পাকিস্তানিকে এই উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ এ সংবাদ প্রচার করে দাবি করেন, পাকিস্তানের বিরুদ্ধে অপপ্রচার ও সীমান্তে আগ্রাসনকে যৌক্তিক প্রমাণ করতেই এ ধরনের কর্মকাণ্ড ঘটানো হচ্ছে।