ঢাকা, শনিবার, ০৩ মে ২০২৫

২০ বৈশাখ ১৪৩২, ০৫ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
আওয়ামী লীগ নিষিদ্ধসহ হেফাজতের ১২ দফা ঘোষণাপত্র
Scroll
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
Scroll
ফিরিয়ে দিলেন বিশেষ ব্যবস্থার প্রস্তাব, নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরছেন খালেদা জিয়া
Scroll
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, তালিকায় তৃতীয়
Scroll
গাজীপুরের কোনাবাড়ীতে ঝুট গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
Scroll
সরকারি সফরে কাতার গেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান
Scroll
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশু আইয়ানও মারা গেল
Scroll
মোট ৪৩টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছেন ১৭ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হজযাত্রী
Scroll
পাঁচ দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আজ হেফাজতে ইসলামের মহাসমাবেশ
Scroll
আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস
Scroll
সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র
Scroll
গাজায় ২১১ সাংবাদিক নিহত, যার ২৮ জন নারী: জাতিসংঘের মানবাধিকার কার্যালয়
Scroll
ভারতের মন্দিরে পদপিষ্ট হয়ে নারীসহ ছয় জনের মৃত্যু
Scroll
ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি, রাজা চার্লসের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ
Scroll
ইমরান খান, ওয়াসিম আকরামসহ অনেক পাকিস্তানি সাবেক ক্রিকেটারের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে ‘ব্লকড’

ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৮:৪০, ৩ মে ২০২৫ | আপডেট: ০৯:৫৩, ৩ মে ২০২৫

ব্রিটিশ রাজপরিবারে ফিরতে চান প্রিন্স হ্যারি

ছবি: সংগৃহীত

ব্রিটিশ রাজপরিবারে ফিরে যেতে চান বলে জানিয়েছেন প্রিন্স হ্যারি। বিবিসি’র সঙ্গে এক সাক্ষাৎকারে এ ইচ্ছার কথা জানান তিনি। আবেগঘন ওই সাক্ষাৎকারে বাবা রাজা চার্লসের স্বাস্থ্য নিয়ে তার উদ্বেগ এবং যুক্তরাজ্যে নিরাপত্তা কমানো সংক্রান্ত মামলায় হারে ‘বিপর্যস্ত’ হ্যারির কণ্ঠে ঝরে পড়েছে হতাশার সুর।

হ্যারি বলেন, নিরাপত্তা সংক্রান্ত কারণে বাবা (চার্লস) আমার সঙ্গে কথা বলবেন না। কিন্তু আমি আর লড়তে চাই না। তা ছাড়া, বাবা কতদিন বাঁচবেন তাও আমি জানি না।

১৫ মাস আগে যুক্তরাজ্যের রাজা চার্লসের ক্যানসার ধরা পড়ে। বর্তমানে তার চিকিৎসা চলছে। কিছুদিন আগে চার্লস ব্যক্তিগত এক বার্তায় তার ক্যানসারের অভিজ্ঞতা জানিয়েছিলেন। এরপরই বাবাকে নিয়ে ওই কথা বললেন প্রিন্স হ্যারি।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি এসব কথা বলেন।

যুক্তরাজ্যে সফরকালে হ্যারি ও তার পরিবারের পুলিশি নিরাপত্তা মাত্রা নিয়ে সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের রায়ে হেরে যাওয়ার পর প্রিন্স হ্যারি এই সাক্ষাৎকার দিয়েছেন। শুক্রবার (২ মে) মামলার রায় ঘোষণা করেছেন লন্ডনের আপিল আদালত।

২০২০ সালে যুক্তরাজ্যের রাজপরিবারের দায়িত্ব ছেড়ে স্ত্রী মেগানকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে গিয়েছিলেন প্রিন্স হ্যারি। এরপর যুক্তরাজ্য সরকার হ্যারিকে আর আগের মতো সরকার-প্রদত্ত নিরাপত্তা না দেওয়া এবং প্রতিটি সফরের ক্ষেত্রে তা আলাদাভাবে বিবেচনা করার সিদ্ধান্ত নেয়।

প্রথম মামলায় হারের পর হ্যারি আপিল করেন। তার আইনজীবীদের অভিযোগ ছিল, হ্যারিকে অযৌক্তিক ও কম মানের নিরাপত্তা দিয়ে অন্যদের তুলনায় আলাদাভাবে দেখা হয়েছে। কিন্তু আদালত সেই যুক্তি প্রত্যাখ্যান করেছেন।

সরকারের পক্ষের আইনজীবীরা যুক্তি দেন, হ্যারির নিরাপত্তা কমানোর কারণ হচ্ছে, তার রাজকীয় অবস্থানের পরিবর্তন। তিনি এখন বেশির ভাগ সময় দেশের বাইরে বাস করেন।

মামলায় আবারো হারের পর হ্যারি সাক্ষাৎকারে বলেছেন, আমি আমার পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হতে চাই। আইনি লড়াই করার আর কোনো মানে হয় না। জীবন মূল্যবান।

তিনি আরো বলেন, আমার পরিবারের কিছু সদস্য এবং আমার মধ্যে অনেক মতবিরোধ, মতভেদ আছে। কিন্তু এখন সেগুলো ক্ষমা করে দিয়েছি।

তবে বর্তমান পরিস্থিতিতে স্ত্রী মেগান এবং সন্তানকে রাজপরিবারে ফিরিয়ে নেওয়া সম্ভব না সেকথাও বলেছেন হ্যারি। নিরাপত্তা সংক্রান্ত মামলায় আদালত যে রায় দিয়েছেন তার ফলে পরিবারসহ নিরাপদে যুক্তরাজ্যে ফেরা অসম্ভব হয়ে পড়েছে বলে মনে করেন তিনি।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন