ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২০ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

শিক্ষার মানোন্নয়ন ঘটলে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৭:২৭, ৩ মে ২০২৫ | আপডেট: ১৯:৩১, ৩ মে ২০২৫

শিক্ষার মানোন্নয়ন ঘটলে প্রাথমিকে শিক্ষার্থীর সংখ্যা বাড়বে

বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন প্রা. ও গ. উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। ছবি: ঢাকা এক্সপ্রেস

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, “প্রাথমিক পর্যায়ের শিক্ষা ব্যবস্থার উপর দিয়ে অনেকগুলো ঝড়-ঝাপটা ভয়ে গেছে। একদিকে কোভিড, দীর্ঘ সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ, আরেক দিকে নতুন কারিকুলাম চালু হলেও, তা অভিভাবকরা গ্রহণ করেনি। সামগ্রীক অব্যবস্থাপনা মিলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার অবনতি ঘটেছে। অন্তবর্তীকালীন সরকার চেষ্টা করছে প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মানের উন্নয়নে। আমরা আশা করি এ মানের উন্নয়ন ঘটলে প্রাথমিক শিক্ষায় শিক্ষার্থী সংখ্যা আরো বাড়বে। 

শনিবার (৩ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের মিলনায়তনের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উপদেষ্টা বলেন, “বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে অনেকগুলো লাভ হয়। শিশুরা টিমওয়ার্ক শিখে। তারা যুক্তি চর্চা শিখে। এগুলো করতে গিয়ে তার নিজের চর্চা বাড়ে। কথা বলার দক্ষতা বাড়ে, সাহস বাড়ে এবং তথ্য জোগাড় করতে গিয়ে তার পড়াশোনার আগ্রহ বাড়ে। বিতর্ক প্রতিযোগিতা বাচ্চাদের ডেভেলপমেন্টে শিক্ষার উন্নতিতে সহায়তা করে। এটা সারাদেশে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো।” 

এ সময় আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ান, (শিক্ষা ও আইসিটি) সম্রাট খিসা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানাসহ জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

এর আগে প্রধান অতিথির উপস্থিতিতে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান ও রানার্সআপ হয়েছে  রামগঞ্জ স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। 

এদিকে, সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করনীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। এ সময় তিনি বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন। 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন