ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২১ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

শিরোনাম

Scroll
সৌদি আরব পৌঁছেছেন ২২ হাজার ২০৩ জন হজযাত্রী, আরো একজনের মৃত্যু
Scroll
কক্সবাজারে আরো পাঁচ হাজার রোহিঙ্গা, নতুন রোহিঙ্গার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ১৮ হাজার
Scroll
চার ঘণ্টা পর পল্টনের সাব্বির টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
Scroll
সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ি থেকে ছাত্রলীগ ও যুবলীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
Scroll
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক, সতর্ক থাকার আহ্বান
Scroll
পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে ভারত, এলওসি বরাবর ভয়াবহ সংঘর্ষ
Scroll
গাজায় অপুষ্টির শিকার হয়ে ৫১ শিশুর মৃত্যু
Scroll
সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা জয়, ছয় দশকের শাসনের ধারা অব্যাহত
Scroll
মেসি-সুয়ারেজের নৈপুণ্যে রেড বুলসের বিপক্ষে জিতল ইন্টার মায়ামি
Scroll
‘তান্ডব’ সিনেমার শুটিং সেটে স্টান্টম্যান মনিরের মৃত্যু

এবার এক সিনেমায় শাহরুখ-আল্লুর দেখা মিলবে?

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯:০৭, ৪ মে ২০২৫ | আপডেট: ১২:৩৩, ৪ মে ২০২৫

এবার এক সিনেমায় শাহরুখ-আল্লুর দেখা মিলবে?

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান। আর দক্ষিণের ইন্ডাস্ট্রি কাঁপিয়ে চলছেন আল্লু অর্জুন। এই দুই তারকার সিনেমা মানে পর্দায় ভিন্ন কিছু। যদি তারা একই পর্দা ভাগ করেন; বিষয়টি কেমন হবে? এক কথায় অভাবনীয় কিছু। 

একই সিনেমায় এ দুই তারকার কাজ করা নিয়ে কথা বললেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ইন্ডাস্ট্রির মধ্যে বিভাজনের দেয়াল ভেঙে দিয়ে একত্রে কাজ করার কথা বললেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত এই তারকা।

সম্প্রতি মুম্বাইতে আয়োজিত হয়েছে তারকাদের ‘ওয়েভস সামিট’। সেখানে হাজির হয়েছিলেন বিজয়। মডারেটর হিসেবে ছিলেন করণ জোহর। সেখানে করণের উদ্দেশ্যে বিজয় বলেন, ‘শাহরুখ খান এবং আল্লু অর্জুন— যদি তারা একসঙ্গে পর্দায় আসেন, তাহলে সেটি শুধু একটা ছবি হবে না, সেটি হবে একতা, উদযাপন আর শক্তির প্রতীক।’

‘দেশকে এক করতে হলে, সিনেমাও এক হতে হবে’— বিজয়ের বক্তব্যে উঠে এল এমনই ভাবনা। তার মতে, ‘ভারতীয় ছবির এখন দরকার একটি ধামাকা। উত্তর আর দক্ষিণের ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগই পারে নতুন দিগন্ত খুলতে।’

শাহরুখের শেষ ছবির প্রায় হাজার কোটির সাফল্য, আর ‘পুষ্পা টু’-কে ঘিরে হাজার কোটির প্রত্যাশা— দুই ইন্ডাস্ট্রির শক্তিকে একত্র করলে যে বিস্ফোরণ ঘটতে পারে, সেটিই তুলে ধরেন বিজয়। বলেন, ‘এই ধরনের কোল্যাবরেশন শুধু বক্স অফিসে নয়, ভারতীয় সিনেমার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ’।

দীর্ঘ খরা কাটিয়ে ২০২৩ সালে পরপর তিন সিনেমা দিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটে শাহরুখ খানের। এবার নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ফিরবেন ২০২৬ সালে। এ বছর ব্যস্ত থাকবেন তার নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে। জানা গেছে, আগামী ১৮ মে থেকে সিনেমাটির শুটিং শুরু হবে। অন্যদিকে ‘পুষ্পা’ দিয়ে ভারতজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন আল্লু অর্জুন। এবার পরিচালক অ্যাটলি কুমারের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করবেন আল্লু। এটি হতে যাচ্ছে আল্লু অর্জুনের ২২তম ও অ্যাটলির ষষ্ঠ সিনেমা।

ঢাকা এক্সপ্রেস/আরইউ

আরও পড়ুন