ঢাকা, রোববার, ০৪ মে ২০২৫

২০ বৈশাখ ১৪৩২, ০৬ জ্বিলকদ ১৪৪৬

মাতৃহারা হলেন অনিল কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭:০৫, ৩ মে ২০২৫ | আপডেট: ১৯:২৭, ৩ মে ২০২৫

মাতৃহারা হলেন অনিল কাপুর

ছবিঃ সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের মা নির্মল কাপুর মারা গেছেন। শুক্রবার (২ মে) রাতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন নির্মল কাপুর। কয়েক দিন আগে তার শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ায় মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই হাসপাতালে তাকে ভর্তি করা হয়। শুক্রবার সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে নির্মলের বয়স হয়েছিল ৯০ বছর।

নির্মলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পরই কাপুর পরিবারের সাবইকে সান্ত্বনা দিতে ছুটে যান করণ জোহর, ফারহা খান, রানি মুখোপাধ্যায়, রবিনা ট্যান্ডন, অনুপম খের, জাভেদ আখতার, রাজকুমার সন্তোষীসহ বলিউডের অনেক খ্যাতিমান তারকারা। এরই মধ্যে শুক্রবার গভীর রাতে দাদিকে শেষবার দেখার জন্য পৌঁছে গিয়েছিলেন সোনম কাপুর।

হাসপাতাল থেকে দুই চাচা অনিল-সঞ্জয়ের সঙ্গে দাদির মরদেহ বাড়িতে নিয়ে আসার সময়ে ভেঙে পড়েন অর্জুন কাপুরও।

জানা গেছে, আজ শনিবার সকাল সাড়ে ১১টায় পবনহংস শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। বলিউডের চলচ্চিত্র পরিবারের অন্যতম বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মৃত্যু শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় শোবিজে।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন