শিরোনাম
নিজস্ব প্রতিবদেক
প্রকাশ: ১৬:৩০, ২ মে ২০২৫ | আপডেট: ১৬:৫২, ২ মে ২০২৫
৭৮তম কান চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করতে যাচ্ছেন ড. শরিফুল ইসলাম । ছবি: ফেসবুক থেকে নেওয়া
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ এই উৎসবটি ফ্রান্সের কানে আগামী ১৩ মে থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।
জানা গেছে, শরিফুল ইসলাম চলচ্চিত্রবিষয়ক কর্মশালায় অংশগ্রহণ ও আন্তর্জাতিক চলচ্চিত্র বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও, তিনি উৎসবের অন্তত একটি অফিসিয়াল সেশনে বক্তৃতা দেবেন, যেখানে বাংলাদেশের সংস্কৃতি এবং দেশের চলচ্চিত্রের ক্রমবিকাশমান প্রেক্ষাপট তুলে ধরবেন তিনি।
ড. শরিফুল ইতিপূর্বে ৭৬তম কান উৎসবে একজন সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তবে এবার তিনি নতুন ভূমিকায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এর আগে উৎসবে অংশগ্রহণের সময় তিনি নয়া দিগন্তসহ বিভিন্ন স্থানীয় গণমাধ্যমের জন্য ফিচার প্রতিবেদন, আলোকচিত্র ও সামাজিক যোগাযোগমাধ্যম কভার করেছিলেন।
এই সুযোগকে উল্লেখযোগ্য সম্মান হিসেবে অভিহিত করে শরিফুল বলেন, ‘সাংবাদিক নয়, বরং একজন গবেষক হিসেবে কানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা দেশটির একাডেমিক ও সৃজনশীল অবদানের আন্তর্জাতিক স্বীকৃতিরই প্রতিফলন।’
সাংবাদিকতা ও শিক্ষাক্ষেত্রে ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ড. শরিফুল ইসলাম আন্তর্জাতিক সংস্থা শিনহুয়া নিউজ এজেন্সি এবং উহান টেলিভিশনে কাজ করেছেন।