শিরোনাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:০৭, ২ মে ২০২৫ | আপডেট: ১৪:২০, ২ মে ২০২৫
ছবি: সংগৃহীত
এরপর দ্বিতীয় সিনেমা ‘প্রিয় মালতী’ দিয়ে আবারও আলোচনায় আসেন মেহজাবীন। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাসগুপ্ত। দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দারুণ সাড়া ফেলে ছবিটি। গেল ডিসেম্বরে ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ‘সেরা ছবি’র পুরস্কার অর্জন করে ‘প্রিয় মালতী’।
সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার এসেছে আরও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। সম্প্রতি অনুষ্ঠিত লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবের অষ্টম আসরে দর্শকসেরা পুরস্কার জিতেছে ‘প্রিয় মালতী’। এই আনন্দের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মেহজাবীন চৌধুরী নিজেই।
ছবির পরিচালক শঙ্খ দাসগুপ্তও ফেসবুক পোস্টে খবরটি জানিয়ে লেখেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি, ‘প্রিয় মালতী’ লন্ডন বাঙালি চলচ্চিত্র উৎসবে দর্শক পুরস্কার পেয়েছে। যারা আমাদের গল্পে বিশ্বাস রেখেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা।'
গত ২২ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত লন্ডনে অনুষ্ঠিত হয় এই চলচ্চিত্র উৎসব। উৎসবে ‘প্রিয় মালতী’ দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছে বলে জানা গেছে। এর আগেও কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল সিনেমাটি।
এদিকে তৃতীয় সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন মেহজাবীন। এরই মধ্যে একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি তার অভিনয়জীবনে যোগ করছে নতুন মাত্রা।
ঢাকা এক্সপ্রেস/ এসবি