ঢাকা, শুক্রবার, ০২ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

শুভ জন্মদিন: আনুশকা শর্মা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১:৪১, ১ মে ২০২৫ | আপডেট: ২১:৫১, ১ মে ২০২৫

শুভ জন্মদিন: আনুশকা শর্মা

অভিনেত্রী আনুশকা শর্মা

বলিউডের অন্যতম অভিনেত্রী আনুশকা শর্মার আজ (১ মে) জন্মদিন। তাকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না বলিউড পর্দায়। অনেক দর্শক হয়তো ভুলেই গেছেন এ অভিনেত্রীকে। সর্বশেষ ২০১৮ সালে মুক্তি পায় এই অভিনেত্রীর সিনেমা ‘জিরো’। তবে ২০১৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি ছিল ডাহা ফ্লপ।

ছবিতে আনুশকার জুটি ছিলেন শাহরুখ খান। এ ছবির ব্যর্থতার পর ২০২৩ সালে তিন সিনেমা দিয়ে প্রবলভাবে ফিরেছেন অভিনেতা। কিন্তু আনুশকা আর বড় পর্দায় ফেরেননি। শোনা যাচ্ছে, অভিনেত্রী আপাতত ক্যামেরার সামনে ফিরবেন না।

‘জিরো’র পর শোনা গিয়েছিল ‘চাকদাহ এক্সপ্রেস’ সিনেমা করছেন আনুশকা। এ ছবিতে তাঁকে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে। কিন্তু নেটফ্লিক্সের সিনেমাটি এখনো মুক্তি পায়নি।

আনুশকার ২০১৭ সালের ১১ ডিসেম্বর ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন। এরপর থেকেই বলিউডে কাজ কমিয়ে দিয়েছেন তিনি। ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথম কন্যা সন্তানের মা হন আনুশকা। তাঁর মেয়ের নাম রাখা হয় ভামিকার। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয়বার মা হন এই অভিনেত্রী। এবার পুত্রসন্তান আকি’কে জন্ম দেন তিনি।

পরিবার ও সন্তান নিয়ে ব্যস্ত অভিনেত্রীকে গত কয়েক বছরে প্রকাশ্যে দেখা যায়নি বললেই চলে। অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন, অভিনয়কে বিদায় বলার কোনো ইচ্ছা তাঁর নেই। পারিবারিক ব্যস্ততা শেষে দ্রæতই কাজে ফিরবেন তিনি। তবে অভিনয়, প্রযোজনা সবই করবেন বেছে। কাজ ও পরিবারের মধ্যে সমন্বয় করেই চলতে চান আনুশকা। তবে আবার বড় পর্দায় অভিনেত্রীকে দেখতে কত দিন অপেক্ষা করতে হবে, সেটা এখনই বলা যাচ্ছে না।

সূত্র: হিন্দুস্তান টাইমস, মিড ডে


ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন