ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

লক্ষ্মীপুরে মফস্বল সাংবাদিক ফোরামের লিফলেট বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি 

প্রকাশ: ১৮:৪১, ১ মে ২০২৫

লক্ষ্মীপুরে মফস্বল সাংবাদিক ফোরামের লিফলেট বিতরণ

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে মফস্বল সাংবাদিক ফোরাম লিফলেট বিতরণ করে। ছবি: ঢাকা এক্সপ্রেস 

গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা দাবী সম্বলিত ১৪ দফা বাস্তবায়নে লক্ষ্মীপুরে লিফলেট বিতরণ করেছে জেলা মফস্বল সাংবাদিক ফোরাম। 

বৃহস্পতিবার (১লা মে) সকালে সাপ্তাহব্যাপি কর্মসূচির অংশ হিসেবে শহরের দক্ষিণ তেমুহনী থেকে শুরু হয়ে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে লিফলেট বিতরণ করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, প্রচার সম্পাদক নাজিম উদ্দির রানা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক সোহেল রানা, যমুনা টিভির জেলা প্রতিনিধি আনিস কবির, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি হাসান মাহমুদ শাকিল, বাংলাটিভির জেলা প্রতিনিধি জামাল উদ্দির রাফি, আরটিভির জেলা প্রতিনিধি পলাশ সাহা, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি ডালিম কুমার দাস, বাংলানিউজের নিজাম উদ্দিন, দৈনিক রূপালী বাংলাদেশের জেলা প্রতিনিধি জামাল উদ্দিন বাবলুসহ জেলা কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ। 

এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষায় ১৪ দফা দাবি তুলে ধরেন। 

এর মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো, সরকার কর্তৃক সারাদেশের পেশাদার সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন করে আইডি নাম্বার প্রদান করতে হবে। সরকার ও গণমাধ্যম কর্তৃক দ্রুত সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়ন করতে হবে। সাংবাদিক নির্যাতন বন্ধে যুগোপযোগী আইন প্রণয়ন করতে হবে। ষষ্ঠ থেকে উচ্চতর ক্লাস সমূহের পাঠ্যবইয়ে গণমাধ্যম বিষয়ক একটি অধ্যায় অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহের পিআরও পদে প্রকৃত সাংবাদিকদের নিয়োগ করতে হবে। পেশাগত কাজে সাংবাদিক নির্যাতনের শিকার ও হামলা-মামলার ব্যয়ভার সংশ্লিষ্ট গণমাধ্যমকে বহন করতে হবে। 


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন