শিরোনাম
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৬:৩৩, ১ মে ২০২৫
মৃত কামাল হোসেন (৫৫) রাজশাহী সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। তার নামে চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল একসময় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৮ সালে কাউন্সিলর হওয়ার পর তিনি আওয়ামী লীগে যোগদান করেন। তবে দলে তার কোনো পদ-পদবী ছিল না। গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তার নামে চারটি মামলা হয়। এরপর থেকে তিনি গা-ঢাকা দেন।
কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল সংবাদমাধ্যমকে বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ আসে। পুলিশ দেখে বাবা এক প্রতিবেশীর বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়লে, ঘটনাস্থলেই মারা যান।’