শিরোনাম
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রকাশ: ১৫:০০, ১ মে ২০২৫ | আপডেট: ১৫:১২, ১ মে ২০২৫
শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে মহান মে ও আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়েছে। ছবি: ঢাকা এক্সপ্রেস
বৃহস্পতিবার (১লা মে) মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠনের উদ্যোগে শহরে র্যালী, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।
ট্রাক-পিকআপ-লরি-কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুর মিয়া জানান, প্রথমে শহরের আউট সিগন্যাল এলাকায় রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সফিক মিয়া ও সাধারণ সম্পাদক কামাল মিয়ার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর ভানুগাছ রোডস্থ ট্রাক ও কার-লাইটেস স্ট্যান্ডের সামন থেকে বিশাল র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
কার-লাইটেস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ময়না মিয়ার সভাপতিত্বে আলোচনা সভার মাধ্যমে তাদের কর্মসূচি শেষ করে। প্রতিটি আয়োজনেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল পৌরসভার
সাবেক মেয়র, জেলা বিএনপর আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য এবং ন্যাশনাল টি কোম্পানীর স্বতন্ত্র পরিচালক মো. মহসিন মিয়া মধু।
এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সিএনজি পরিবহন শ্রমিক ইউনিয়নের ভানুগাছ রোড উপ-গ্রুপ কমিটির সভাপতি মো. সুলতান মিয়াসহ রেজিস্ট্রার্ডপ্রাপ্ত সকল পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও শ্রমিক দলের নেতৃবৃন্দরা।
অপরদিকে, শ্রমিকদল ও পরিবহন শ্রমিক ইউনিয়নের একাংশের ব্যানারে শহরের স্টেশন এলাকায় র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব। এ ছাড়া, দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন, পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি শ্রমিক কর্মচারী ইউনিয়ন, শ্রীমঙ্গল থানা বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে র্যালী করা হয়েছে। মহান মে দিবস পালন করেছে চা শ্রমিকরাও।
ঢাকা এক্সপ্রেস/এনএ