ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

জুলাই অভ্যুত্থান /

সেই রিকশাচালক আবারও রাস্তায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৬, ১ মে ২০২৫ | আপডেট: ১৮:৫৯, ১ মে ২০২৫

সেই রিকশাচালক আবারও রাস্তায়

রিকশাচালক মোহাম্মদ সুজন । ছবি: ঢাকা এক্সপ্রেস

জুলাই গণঅভ্যুত্থানের সময়কালে রিকশায় দাঁড়িয়ে ছাত্র-জনতার উদ্দেশ্যে স্যালুট জানিয়ে ভাইরাল হন রিকশাচালক মোহাম্মদ সুজন। সেই সুজনকে চিরচেনা রূপে আবারও দেখা যায় বৃহস্পতিবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত শ্রমিকদের এক র‍্যালিতে।

দেখা যায় সুজন বাংলাদেশের লাল-সবুজ পতাকা হাতে স্যালুট দেন শ্রমিকদেরকে। এর আগে, গত বছরের জুলাইয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে একমত পোষণ করে রাস্তায় নেমে আসেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আন্দোলনকারীদের উদ্দেশ্যে নিজ রিকশায় দাঁড়িয়ে সালাম দিতে দেখা যায় সাদা গেঞ্জি ও লুঙ্গি পরা রিকশাচালক মোহাম্মদ সুজনকে। তাঁর সেই ছবি নেট দুনিয়ায় ভাইরাল হয়।

 

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন