ঢাকা, শুক্রবার, ০২ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

শ্রমিক দিবস উপলক্ষে জোয়াফের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০:৫২, ১ মে ২০২৫

শ্রমিক দিবস উপলক্ষে জোয়াফের আলোচনা সভা

আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উপলক্ষে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও সামাজিক নিরাপত্তা শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করেছে জওয়াফ। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য কর্মক্ষেত্র যেন নিরাপদ বৈষম্যহীন শ্রমিকবান্ধব হয়। সারাদেশের তৃণমূল পর্যায়ের যারা শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিয়ে কাজ করছেন তাদের অভিজ্ঞতা ভাবনা ও প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরার জন্যই ছিল এ বিশেষ আয়োজন। ঢাকার জোয়ার সাহারায় কনফারেন্স হলে আজ (১ মে) বিকাল ৪টায় শুরু হয় এ অনুষ্ঠানটি।

জোয়াফ মূলত অনলাইন অ্যাক্টিভিস্টদের জন্যই তৈরি করা একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা দেশের উন্নয়নে নীতি নির্ধারণ পর্যায়ে পলিসি ডায়লগ এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রাখতে চায়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জোয়াফের প্রেসিডেন্ট ফারহানা শারমিন সূচি। শ্রমিক নেতাদের পাশাপাশি বক্তব্য রাখেন সিরাজুল আলম খান সেন্টারের চেয়ারম্যান রায়হানুল ইসলাম চৌধুরী, আরও উপস্থিত ছিলেন জোয়াফের মুখ্য সংগঠক মোহাম্মদ মুহতাসিমুর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক মোঃ হুমায়ুন কবির, তারান্নুম বিন্তে জাকির এবং মুন্সি আশিক।

স্বাগত বক্তব্য রাখেন জোয়াফ প্রেসিডেন্ট ফারহানা শারমিন সূচি। তিনি ‘কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার অভাব ও করণীয়’ নিয়ে বক্তব্য রাখেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক সেলিম রহমান ‘মিডিয়া কর্মীদের নিরাপত্তা ও করণীয়’ নিয়ে কথা বলেন।

এছাড়াও জোয়াফের প্রধান উপদেষ্টা নুরুল হুদা ডিওক ‘বিপ্লব ও শ্রমিকদের অংশগ্রহণ’, ভাসানী পরিষদের সদস্য সচিব আজাদ খান ভাসানী ‘তৃণমূল শ্রমিকদের নিরাপত্তা’, জেএসডির সিনিয়র সভাপতি তানিয়া ফেরদৌসী রব ‘রানা প্লাজা দিবস ও গার্মেন্টসের শ্রমিকদের নিরাপত্তা’ নিয়ে কথা বলেন।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক মজলিসের সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক সৈয়দ মোহাম্মদ সোহরাব হোসেন, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক এ এ এম ফয়েজ হোসেন। 

আরও পড়ুন