ঢাকা, শুক্রবার, ০২ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

দুই মাসের নিষেধাজ্ঞার পর

ফের পদ্মা-মেঘনা নদীতে ফিরেছে জেলেরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯:১০, ১ মে ২০২৫ | আপডেট: ১৯:৫৭, ১ মে ২০২৫

ফের পদ্মা-মেঘনা নদীতে ফিরেছে জেলেরা

ছবি: সংগৃহীত

টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষে ফের পদ্মা-মেঘনা নদীতে ফিরেছেন জেলেরা। বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট এ নিষেধাজ্ঞা শেষ হয়। 

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত জাটকা (২৫ সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ) সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নদী এলাকায় মাছ ধরা নিষিদ্ধ ছিল।

আরও জানা যায়, এ সময় পরিচালিত ১,০৬৪টি অভিযানে ১২৯ জন জেলেকে অবৈধ ভাবে মৎস্য আহরণের সময় আটক করা হয়। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ জনকে কারাদণ্ড ও ১২৪ জনকে জরিমানা করা হয়েছে। এসময় কারেন্ট জাল ১২ লাখ ৭০৫ মিটার, বেহুন্দি জাল ১৩টি, অন্যান্য জাল ৩৩৪টি, জাটকা ৬ হাজার ৭৬৬ টন ও অন্যান্য মাছ ৩০৫২ টন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেছেন, দুই মাস পর বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। নিষিদ্ধ দুই মাস জেলেদের খাদ্য সহায়তা হিসেবে জনপ্রতি ৪০ কেজি করে ৪ কিস্তিতে মোট ১৬০ কেজি চাল দেওয়া হয়েছে। 

চাঁদপুরের নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ জানান, দুই মাসের অভিযানে চাঁদপুর অংশে একটি থানা ও পাঁচটি পুলিশ ফাঁড়ির মাধ্যমে নিয়মিত নজরদারি চালানো হয়। এতে ৯ কোটি ৯০ লাখ ৩৪ হাজার মিটার কারেন্টজাল ও ১৮ টন জাটকা জব্দ হয়। আটক করা হয় ২৬৮ জন জেলে এবং ১২৩টি নৌযান।

ঢাকা এক্সপ্রেস/ এসইউ

আরও পড়ুন