শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:১২, ১ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
বৃহস্পতিবার (১ মে) সকালে বরিশাল মহানগর শ্রমিক দলের উদ্যোগে নগরীর সদর রোডে মহাত্মা অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মে দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশে দেওয়া বক্তব্যে রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বলেন, ‘তিনি ভারতে অবস্থান করে ভিডিও বার্তা দিচ্ছেন, যা ওসামা বিন লাদেনের ভিডিও বার্তার মতো মনে হচ্ছে। এসব বার্তার মাধ্যমে মামলার বাদীদের হুমকি দেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা না হলে দেশে ফের ফ্যাসিবাদ বিস্তৃত হতে পারে। এখনই সময় ঐক্যবদ্ধভাবে আন্দোলনের মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার।’
অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি নির্বাচিত নন, তাই আপনার সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই। এখন জনগণের চাহিদা অনুযায়ী দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে এবং ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে হবে।’
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. ফয়েজ আহমেদ খান। প্রধান বক্তা ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, জেলা বিএনপি আহ্বায়ক আবুল হোসেন খান, মহানগর আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ আরও অনেকে।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হলের সামনে এসে শেষ হয়।
ঢাকা এক্সপ্রেস/ বিডি