ঢাকা, বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

১৮ বৈশাখ ১৪৩২, ০৩ জ্বিলকদ ১৪৪৬

শ্রীমঙ্গলের লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশ: ১৭:৫১, ১ মে ২০২৫ | আপডেট: ১৯:২৪, ১ মে ২০২৫

শ্রীমঙ্গলের লোকালয় থেকে দাঁড়াশ সাপ উদ্ধার 

এভাবে নারকেল গাছের ভিতর থেকে দাঁড়াশ সাপটি বের করে আনা হয়। ছবি: ঢাকা এক্সপ্রেস 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্যের সন্ধানে চা-পাতার গোডাউনে ঢুকে পড়া একটি দাঁড়াশ সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১লা মে) উপজেলার কালাপুর ইউনিয়নের কাকিয়াবাজার সংলগ্ন ওই গোডাউনের পাশে নারকেল গাছের ভিতর থেকে সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ।

স্বপন দেব সজল জানান, একটি সাপ চা-পাতার গোডাউনে ঢুকে পড়লে স্থানীয়রা সেটিকে কোবরা সাপ ভেবে মেরে ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তখন সাপটি ভয়ে পাশের একটি নারকেল গাছের ভেতরে আশ্রয় নেয়। খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং সাপটি উদ্ধার করেন। এটি আসলে বিষাক্ত কোবরা নয়, নিরীহ ও উপকারী দাঁড়াশ সাপ বলে তারা নিশ্চিত করেন।

স্থানীয় বাসিন্দা মামুন আহমদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকর্মীরা সাপটিকে সুরক্ষিতভাবে ধরে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

সজল বলেন, “দাঁড়াশ সাপ কৃষকের বন্ধু হিসেবে পরিচিত। খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসে। অনেকেই এটিকে ভুল করে কোবরা মনে করেন এবং মেরে ফেলেন। অথচ, এটি বিষাক্ত নয়।”

তিনি আরও জানান, দাঁড়াশ সাপের মাথায় ফণা থাকে না এবং এটি গাছ বেয়ে উঠতে, পানিতে সাঁতার কাটতে ও দ্রুত দৌঁড়াতে পারদর্শী। শুরুতে কিছুটা আতঙ্কিত বা আত্মরক্ষামূলক আচরণ করলেও দ্রুতই শান্ত হয়ে যায়। এরা সাধারণত ইঁদুর, ব্যাঙ, ছুঁচো প্রভৃতি খেয়ে জীবনধারণ করে। পরিবেশবিদরা জানান, এ ধরনের সাপ হত্যা না করে বন বিভাগ বা সংশ্লিষ্ট সংস্থাকে অবহিত করা উচিত। কারণ, এগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”


ঢাকা এক্সপ্রেস/এনএ 

আরও পড়ুন