শিরোনাম
যশোর প্রতিনিধি
প্রকাশ: ১৬:৫২, ১ মে ২০২৫
ঝিকরগাছা থানা, যশোর। ছবি: ঢাকা এক্সপ্রেস
অভিযুক্ত রাজু হোসেন ঝিকরগাছা উপজেলার কাউরিয়া (রেলগেট) গ্রামের বাসিন্দা। তিনি শেখ আবুল কাশেমের ছেলে। অভিযোগ অনুযায়ী, রাজু হোসেন তার নিজ বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা গৃহবধূকে একা পেয়ে ঘরে ঢুকে ধর্ষণ করেন।
ভুক্তভোগী গৃহবধূর বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার একটি গ্রামে। তিনি স্বামীসহ যশোরের ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামে রাজু হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানায়, ঘটনার পর ভুক্তভোগী থানায় অভিযোগ করেন। তাৎক্ষণিকভাবে রাজু হোসেনকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।
বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন বলে জানিয়েছেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার। তিনি আরো জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান সাংবাদিকদের বলেন, “ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তকে থানায় আনা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনগত প্রক্রিয়া অনুসারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা এক্সপ্রেস/এনএ